বাংলাদেশ গেমস আগামী বছর
প্রকাশ | ১৭ নভেম্বর ২০২৪, ০০:০০
ক্রীড়া প্রতিবেদক
বাংলাদেশের ক্রীড়াবিদদের জন্য অলিম্পিক খ্যাত 'বাংলাদেশ গেমস'র দশম আসর অনুষ্ঠিত হবে আগামী বছর। শনিবার বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনে (বিওএ) নবনির্বাচিত সভাপতি ও সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত কার্যনির্বাহী সভা শেষে এ তথ্য জানান সহ-সভাপতি শেখ বশির আহমেদ মামুন। এ ছাড়া ২০২৬ সালে অনুষ্ঠিত হবে যুব গেমসের তৃতীয় আসর। দেশজুড়ে ক্রীড়াবিদদের অংশগ্রহণে এই দুটি আসরের আয়োজন বিওএ। গত পাঁচটি বাংলাদেশ গেমসের আসরে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ আনসার।
বিওএ সভা শেষে সহ-সভাপতি ও মিডিয়া কমিটির চেয়ারম্যান শেখ বশির আহমেদ মামুন বলেন, 'বিওএ আগামী বছর বাংলাদেশ গেমস আয়োজন করবে। সামনেই আমাদের একটি নির্বাহী কমিটির সভা হবে। সেই সভায় গেমস-সংক্রান্ত আরও বিস্তারিত আলোচনা হবে।'
১৯৭৮ সালে শুরু হওয়া বাংলাদেশ গেমস ২০০২ সালের পর দীর্ঘদিন বন্ধ ছিল। ২০১৩ সাল থেকে পুনরায় আবার এই গেমস শুরু হয়েছে। ২০১৭ সাল থেকে যুবদের জন্য আলাদা গেমসও আয়োজন করছে বিওএ। দুই বছর অন্তর অন্তর যুব ও বাংলাদেশ গেমস আয়োজন করে আসছে। সেই অনুযায়ী ২০২৫ সালে বাংলাদেশ গেমস ও ২০২৬ যুব গেমস আয়োজনের আলোচনা হয়েছে গতকালের সভায়। বিওএ নতুন সভাপতির প্রথম সভায় অলিম্পিক ভিলেজ নিয়ে আলোচনা হয়েছে। বশির আহমেদ যোগ করেন, 'আমাদের সভাপতি খেলাধুলার প্রতি অত্যন্ত আন্তরিক। বাংলাদেশের খেলাধুলার মানউন্নয়নের জন্য অলিম্পিক ভিলেজ প্রয়োজন। বিওএ এই সংক্রান্ত একটি কমিটি করবে। ভিলেজের জন্য সরকারের সহায়তা চাইব না, নিজেদের অর্থায়নে ভিলেজ করব।'
অলিম্পিক ভিলেজ ছাড়াও বিওএ নতুন সভাপতি ফেডারেশন ও অনুশীলনের অবকাঠামোর বিষয়ে জোর দিয়েছেন। এই বিষয়ে বিওএ সহ-সভাপতি বলেন, 'আমাদের সভাপতি স্টেডিয়াম এলাকায় খেলাধুলা করেছেন। উনার সম্পূর্ণ ধারণা রয়েছে। খেলোয়াড়দের সুন্দর পরিবেশ ও অনুশীলনের জায়গা দেওয়া প্রয়োজন। ফেডারেশনগুলোর সমস্যা নিয়ে অলিম্পিক, জাতীয় ক্রীড়া পরিষদ ও মন্ত্রণালয় বৈঠক করবে খেলার মান উন্নয়নের জন্য।'
৫ আগস্ট পরবর্তী সময় দেশের অন্য ক্ষেত্রের মতো ক্রীড়াঙ্গনও রদবদল হয়েছে। অনেক ফেডারেশনের কর্মকর্তা পদত্যাগ করেছেন আবার অনেককে জাতীয় ক্রীড়া পরিষদ সরিয়ে দিয়েছে। এমন পরিস্থিতিতে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনও সংকটে। এ প্রসঙ্গে বিওএ সহ-সভাপতি বলেন, 'এই বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন আইওসি চার্টার অনুযায়ী চলবে। ফেডারেশনের পদে না থাকলেও অলিম্পিকে নির্বাচিত কমিটির কর্মকর্তারা দায়িত্ব পালন করতে পারবে।'