উয়েফা নেশন্স লিগের ম্যাচে পোল্যান্ডের বিপক্ষে বাইসাইকেল কিকে দারুণ গোল করেন ক্রিশ্চিয়ানো রোনালদো -ওয়েবসাইট
এক ম্যাচ পর ফের জালের দেখা পেলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। পোল্যান্ডের বিপক্ষে গোল করলেন দুটি, গোল করালেন একটি। এরমধ্যে এই বয়সে তাও আবার চোখ ধাঁধানো বাইসাইকেল কিকের গোলও আছে। পোল্যান্ডের বিপক্ষে গোল উৎসবের রাতে ক্রিশ্চিয়ানো রোনালদো প্রাপ্তি এখানেই শেষ হয়। তিনি নতুন আরেকটি রেকর্ডের চূড়ায় উঠেছেন। আন্তর্জাতিক ফুটবলে অনেকদিন ধরেই সর্বোচ্চ গোলের মালিক রোনালদো। এবার আন্তর্জাতিক ফুটবলে সবচেয়ে বেশি ম্যাচ জেতা ফুটবলারও হয়ে গেলে তিনি। উয়েফা নেশন্স লিগে শুক্রবার রাতে পোল্যান্ডকে ৫-১ গোলে বিধ্বস্ত করেছে পর্তুগাল। এদিনের এই জয়ে শেষ আটে খেলাও নিশ্চিত করেছে তারা। আর এই ম্যাচে জোড়া গোল করে ক্যারিয়ার গোলসংখ্যা আরও উঁচুতে নিয়েছেন রোনালদো। এই জয়ের মাধ্যমে আন্তর্জাতিক ফুটবলে ১৩২তম জয় পেয়ে গেলেন পর্তুগিজ মহাতারকা।
রোনালদো পেছনে ফেললেন রিয়াল মাদ্রিদে এক সময়ে তার সতীর্থ সার্জিও রামোসকে। রামোস স্পেনের হয়ে ১৩১ জয়ে সঙ্গী ছিলেন। এই দুজনের পেছনে ১২১ জয় নিয়ে তৃতীয় তাদের আরেক সতীর্থ স্প্যানিশ গোলরক্ষক ইকার ক্যাসিয়াস। পর্তুগাল এদিন পাঁচ গোলের সবগুলোই করেছে ম্যাচের দ্বিতীয়ার্ধে। চলতি মৌসুমে ক্লাবের হয়েও ভালো ফর্মে আছেন রোনালদো। আল নাসরের হয়ে ১৫ ম্যাচে গোল করেছেন ১০টি, সহায়তা করেছেন তিন গোলে।
এবারের উয়েফা নেশন্স লিগে পঞ্চম এবং জাতীয় দলের হয়ে ১৩৫তম গোল করলেন তিনি। পেশাদার ফুটবলে পাঁচবারের ব্যালন ডি'অর জয়ীর মোট গোল হলো রেকর্ড ৯১০টি। পুরো ম্যাচে বল দখলে আধিপত্য করলেও, প্রথমার্ধে আক্রমণে তেমন সুবিধা করতে পারেনি পর্তুগিজরা। পরে তারাই জ্বলে ওঠে দুর্দান্তভাবে। গোলের জন্য মোট ১৯টি শট নিয়ে ৬টি লক্ষ্যে রাখতে পারে তারা এবং এর সবগুলোই দ্বিতীয়ার্ধে। আর ১১ শটের পাঁচটি লক্ষ্যে রাখতে পারে পোল্যান্ড।