ঢাকা শহরে মাঠ দখল করে নানা স্থাপনা, ক্লাব, মার্কেট এমনকি হাটবাজার পর্যন্ত গড়ে উঠেছে। কিছু মাঠ থাকলেও সেগুলোতে সাধারণের প্রবেশাধিকার নেই, যা শিশুদের শারীরিক ও মানসিক বৃদ্ধিতে অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। শুধু তাই নয়, মাঠের অভাবে জাতীয় পর্যায়ে প্রতিভাবান খেলোয়াড়ের সংকট দেখা দিয়েছে। এমন অবস্থায় দখল হওয়া সেসব মাঠ পুনরুদ্ধার করার আশ্বাস দিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
গতকাল শনিবার জাতীয় সংসদ ভবনের পশ্চিম পাশে শারীরিক প্রতিবন্ধীদের জন্য 'শহীদ ফারহান ফাইয়াজ খেলার মাঠ' উদ্বোধন করার সময় এসব কথা বলেন ক্রীড়া উপদেষ্টা।
মাঠের উদ্বোধন করে যুব ও ক্রীড়া উপদেষ্টা বলেন, 'জুলাই গণ-অভু্যত্থানে যারা শহীদ হয়েছেন তাদের ত্যাগ এবং রক্তের মূল্য কখনো শোধ করা সম্ভব হবে না। কিন্তু আমাদের সাধ্যের মধ্যে যতটা সম্মান প্রদর্শনের সুযোগ আছে, আমরা সেটা প্রকাশের চেষ্টা করছি।'
এ সময় দখল হওয়া মাঠ পুনরুদ্ধার প্রসঙ্গে আসিফ মাহমুদ বলেন, 'ঘনবসতিপূর্ণ শহর হওয়ায় ঢাকায় খোলা জায়গার যথেষ্ট অভাব রয়েছে। যে মাঠগুলো দখল হয়েছে, সেগুলো আমরা সিটি করপোরেশনের মাধ্যমে পুনরুদ্ধার করব। বাকি মাঠগুলোকে সংস্কারের মাধ্যমে খেলাধুলার উপযোগী করে গড়ে তুলব। আমাদের খেলোয়াড়রা তো এই ছোট ছোট মাঠ থেকে উঠে আসে। তাই এই মাঠগুলো নিয়ে আমাদের পরিকল্পনা রয়েছে। যে জায়গাগুলোতে নতুন নতুন বিল্ডিং গড়ে উঠছে, সেখানে যেন পর্যাপ্ত পরিমাণে মাঠ থাকে সেটা নিশ্চিত করার জন্য কাজ করব।'
ক্রীড়া উপদেষ্টা আরও বলেন, 'আমরা একটা স্পোর্টস ভিলেজ করার পরিকল্পনা করছি। এটা একটা মেগা প্রজেক্ট হবে। এরজন্য প্রয়োজন আর্থিক ও কারিগরি সহায়তা। আর সেজন্য আমরা বিভিন্ন দেশের সঙ্গে কথা বলছি। আমাদের মূল উদ্দেশ্য একই ছাদের নিচে ৫৫টা ফেডারেশনকে অফিস ফ্যাসিলিটি করে দেওয়া। আপনারা জানেন যে, উন্নয়নশীল দেশ হিসেবে আমাদের অনেক মৌলিক চাহিদার জায়গা রয়েছে। তাই বিদেশি কোনো দেশ থেকে সহায়তার ভিত্তিতে এই প্রকল্প বাস্তবায়ন করা হবে।'
যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, '২২০টির অধিক উপজেলায় স্টেডিয়াম হবে। আমরা নীতিগত সিদ্ধান্ত নিয়েছি, এই ২২০টি স্টেডিয়ামের নাম সেই উপজেলার শহীদদের নামে নামকরণ করা হবে।'
আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, 'এই মাঠের নামকরণ করা হয়েছে শহীদ ফারহান খেলার মাঠ। কুষ্টিয়া জেলা স্টেডিয়ামের নাম করেছি শহীদ আবরার ফাহাদ স্টেডিয়াম। টাঙ্গাইলের জেলা স্টেডিয়ামের নাম পুলিশের গুলিতে শহীদ মারুফের নামে নামকরণ করা হয়েছে।'
বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের ক্রীড়াক্ষেত্রে সম্পৃক্ত করার আহ্বান জানিয়েছেন ক্রীড়া উপদেষ্টা। বৈশ্বিক টুর্নামেন্টগুলোতে অংশ নেওয়ার লক্ষ্যে তিনি ফেডারেশনগুলোকে আলাদাভাবে দল তৈরির তাগিদ দিয়েছেন।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ড. মো. আনোয়ার উলস্নাহ (এফসিএমএ), গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন শহিদ ফারহান ফাইয়াজের বাবা শহীদুল ইসলাম ভূইয়া এবং মাতা মিসেস ফারহানা দিবা।