রোববার, ১৭ নভেম্বর ২০২৪, ১ অগ্রহায়ণ ১৪৩১

শেষ মুহূর্তের গোলে রুদ্ধশ্বাস জয় বাংলাদেশের

ক্রীড়া প্রতিবেদক
  ১৭ নভেম্বর ২০২৪, ০০:০০
মালদ্বীপের বিপক্ষে জয়ের পর বাংলাদেশের খেলোয়াড়দের উচ্ছ্বাস -ওয়েবসাইট

চলতি বছরটা মোটেও ভালো যায়নি বাংলাদেশ জাতীয় ফুটবল দলের। আগের ৭ ম্যাচের ৬টিতেই হারের মুখ দেখেছে হাভিয়ের কাবরেরা শিষ্যরা। এবার ফিফা উইন্ডোতে মালদ্বীপের বিপক্ষে টানা দ্বিতীয় ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ।

শনিবার বসুন্ধরা কিংস অ্যারেনায় মালদ্বীপের বিপক্ষে ২-১ গোলে জিতেছে বাংলাদেশ। স্বাগতিকদের হয়ে মজিবুর রহমান জনি, পাপন সিং ও মালদ্বীপের হয়ে গোল করেন আলি ফাসির। আগামী বছরের মার্চের আগে আর কোনো খেলা নেই বাংলাদেশের। যার ফলে জয় দিয়ে বছর শেষ করল হাভিয়ের ক্যাবরেরা শিষ্যরা। মার্চে সৌদি আরবে এশিয়ান কাপের বাছাইপর্বে খেলবে বাংলাদেশ।

এদিন ইনজুরি সময়ে পাপন সিং গোলে জয় তুলে নিয়েছে বাংলাদেশ। এই জয়ের মাধ্যমে বছরের শেষ ম্যাচটি উৎসবে মাতালো বাংলাদেশ

জাতীয় ফুটবল দল।

প্রথমেই এগিয়েছিল মালদ্বীপ। তবে প্রথমার্ধের শেষ সময়ে দুর্দান্ত শটে দলকে সমতায় ফেরান মজিবর রহমান জনি। আর ম্যাচের শেষ সময়ে গোল করে দলকে জয় এনে দেন পাপন সিং।

এশিয়ান কাপের বাছাইয়ের তৃতীয় রাউন্ডের ড্র সামনে রেখের্ যাংকিংয়ের উন্নতির লক্ষ্যে মালদ্বীপের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচের প্রথমটিতে ১-০ গোলে হেরেছিল ক্যাবরেরার দল। একটি পরিবর্তন এনে শুরুর একাদশ সাজান বাংলাদেশ কোচ হাভিয়ের কাবরেরা; কাজেম শাহ কিরমানির

বদলে মাঝমাঠে খেলান জনিকে।

গোলের খোঁজে মাঠে নামে বাংলাদেশ, প্রথমার্ধ শেষে সমতায় দুই দল। মালদ্বীপের হয়ে আলি ফাসির ও বাংলাদেশের হয়ে মজিবুর রহমান জনি গোল করেন। দুই দলের খেলায় শুরুতে ছিল সাদামাটা। শনিবার বসুন্ধরা কিংস অ্যারেনায় ম্যাচের চতুর্থ মিনিটেই এগিয়ে যেতে পারত বাংলাদেশ। তবে ডানপ্রান্ত দিয়ে রাকিব ক্রস করলেও তা নিয়ন্ত্রণে নিতে পারেননি ফাহিম। পঞ্চম মিনিটে ডি-বক্সের ভেতর ইসা ফয়সালের ক্রসে ঠিকঠাক হেড করতে পারেননি রাকিব।

১৪তম মিনিটে প্রথমবারের মতো সংঘবদ্ধ আক্রমণ করে মালদ্বীপ। তবে লাফিয়ে ওঠে তা প্রতিহত করেন বাংলাদেশ গোলরক্ষক মিতুল মারমা। ১৯তম মিনিটে মালদ্বীপের আলি ফাসির জোরালো শট করেন। তবে সেই শট বারের ওপর দিয়ে চলে যায়। অবশ্য গোলের জন্য খুব বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি বাংলাদেশকে। ম্যাচের ২৩তম মিনিটে তপু বর্মণের ভুল পাসের সুবাদে বল পেয়ে যান আলি ফাসির। ডি-বক্সে ঢুকে গড়ানো শটে বল জালে জড়ান। তার এই গোলেই ১-০ গোলে পিছিয়ে যায় বাংলাদেশ। এরপর ম্যাচের ৪০তম মিনিটে আরও একটি সুযোগ পেয়েছিল বাংলাদেশ। তবে মালদ্বীপ গোলরক্ষকের দৃঢ়তায় হতাশ হতে হয় বাংলাদেশকে। তবে কে জানত নাটকীয়তার তখনো বাকি। ম্যাচের ৪৩তম মিনিটে ডি-বক্সের কিছুটা দূর থেকে অবিশ্বাস্য শটে দলকে এগিয়ে নেন মজিবুর রহমান জনি। তার গোলে সমতায় ফেরে বাংলাদেশ। প্রথমার্ধ শেষে ১-১ গোলে সমতায় লাল-সবুজের প্রতিনিধিরা।

প্রথম ম্যাচে রক্ষণের নিস্ক্রিয়তায় গোল হজম করেছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে অভিজ্ঞ ডিফেন্ডার তপু বর্মণের ভুল পাসে গোল খেল দল। সেই ধাক্কা সামলে জনির দৃষ্টিনন্দন গোলে মালদ্বীপের বিপক্ষে সমতার স্বস্তি নিয়ে বিরতিতে যায় স্বাগতিকরা। দ্বিতীয়ার্ধে মাঠে নেমে একের পর এক আক্রমণ করতে থাকে বাংলাদেশ। কিন্তু ফিনিংসের অভাবে গোল করতে পারছিল না স্বাগতিকরা। ৮৭তম মিনিটে মাঝমাঠের পরে ফ্রি কিক পায় বাংলাদেশ। ফ্রি কিকের বলে মাথা ছোঁয়ান ডিফেন্ডার তপু। কিন্তু পোস্টের পাশ দিয়ে বেরিয়ে যায় বল।

নির্ধারিত সময়ের পরে ৭ মিনিট অতিরিক্ত সময় পায় দুই। আর তাতে বাজিমাত করে বাংলাদেশ। যোগ করা সময়ের তৃতীয় মিনিটে গোল করে দলকে জয়ে এনে দেন পাপন সিং। শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।

এদিন মাঠে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। এ সময় বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নবনির্বাচিত সভাপতি তাবিথ আউয়াল উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে