শ্রীলংকান ক্রিকেটারের ৩০ বছরের নিষেধাজ্ঞা
প্রকাশ | ১৬ নভেম্বর ২০২৪, ০০:০০
ক্রীড়া ডেস্ক
নারী খেলোয়াড়ের সঙ্গে অনুপযুক্ত আচরণের কারণে শ্রীলংকার সাবেক ক্রিকেটার দুলীপ সামারাবীরাকে ১০ বছর নিষিদ্ধ করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। তিনি ভিক্টোরিয়া স্টেট দলের মেয়েদের কোচ ছিলেন। এর আগে সাবেক এ খেলোয়াড়ের ওপর ২০ বছরের নিষেধাজ্ঞা ছিল। সব মিলিয়ে তার নিষেধাজ্ঞা মোট ৩০ বছর হলেও নতুন সাজার ১০ বছর আগের ২০ বছরের মধ্যে বিবেচিত হবে।
৫২ বর্ষী সামারাবীরা ক্রিকেট অস্ট্রেলিয়া, রাজ্য অ্যাসোসিয়েশন, বিগ ব্যাশ বা মেয়েদের বিগ ব্যাশের কোথাও কোনো ধরনের কাজ করতে পারবেন না। তার নিষেধাজ্ঞার মেয়াদ থাকবে ২০৪৪ সাল পর্যন্ত। নিষেধাজ্ঞার মেয়াদ শেষে বয়স হবে ৭২ বছর।
'ক্রিকেট অস্ট্রেলিয়া কন্ডাক্ট কমিশন সামারাবীরার বিরুদ্ধে অনুপযুক্ত আচরণের অভিযোগের বিষয়ে সিদ্ধান্ত নিতে চেয়েছে। তবে সামারাবীরা অভিযোগ অস্বীকার করেছেন, তদন্ত এবং পরবর্তীতে কমিশনের শুনানিতে অংশ নিতে অস্বীকৃতি জানিয়েছেন।' বিবৃতিতে বলেছে দেশটির ক্রিকেট সংস্থা।
প্রথমে তার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল, ক্রিকেট ভিক্টোরিয়ার কোচ নিয়োগ হলেও তিনি প্রাইভেট প্রতিষ্ঠানে কাজ করছেন।