বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২

আইএইচএফ ট্রফির বাছাইপর্বে অংশ নেবে বাংলাদেশের দুটি দল

ক্রীড়া প্রতিবেদক
  ১৬ নভেম্বর ২০২৪, ০০:০০
আইএইচএফ ট্রফির বাছাইপর্বে অংশ নেবে বাংলাদেশের দুটি দল
আইএইচএফ ট্রফির বাছাইপর্বে অংশ নেবে বাংলাদেশের দুটি দল

আন্তর্জাতিক ফেডারেশনের (আইএইচএফ) ব্যবস্থাপনায় ভারতের লক্ষ্নৌ ২০২৫ সালের ৩-৭ জানুয়ারি অনুষ্ঠিতব্য আইএইচএফ মেন্স ট্রফি ২০২৪-এশিয়ান বাছাইপর্বের রাউন্ডে অংশ নেবে বাংলাদেশের জুনিয়র ও ইয়ুথ হ্যান্ডবল দল। এই প্রতিযোগিতায় বাংলাদেশ, কাজাকস্তান, উজবেকিস্তান এবং স্বাগতিক ভারতসহ মোট চারটি দেশের ইয়ুথ ও জুনিয়র ক্যাটাগরির দুইটি করে মোট আটটি হ্যান্ডবল দল অংশগ্রহণ করবে। প্রতিযোগিতার বিজয়ী দল সরাসরি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করবে।

প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য বাংলাদেশ ইয়ুথ ও জুনিয়র হ্যান্ডবলের প্রাথমিক দল ঘোষণা করা হয়েছে। প্রাথমিকভাবে বাছাইকৃত খেলোয়াড়দের নিয়ে প্রশিক্ষণ ক্যাম্প দ্রম্নত শুরু হবে। পরবর্তীতে চূড়ান্ত দল ঘোষণা করা হবে।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৮ ইয়ুথ দল: মো. ফারশিদ খান, তৌফিকুর রহমান, শেখ আনাস আহনাফ, মো. আতিক হোসেন আকাশ, মো. সোহাগ আলী, রিজওয়ান বিন ফারুক আনান, মো. অনিক ইসলাম, মো. ফাহিম ফয়সাল মাহির, মো, এবাদত হোসেন রাসেল, রিপন আহমেদ রাহাদ, সৈয়দ আয়ান সোবহান, মো. রাতুন উদ্দিন, মো. রনি হাসান, মো. রায়হান হাসান রাব্বি, মো. জাকারিয়া রহমান, সজীব কিসকো, খিও মং উ মারমা, শুমল তানচাগিয়া, শইমংসেইং মারমা, স্বপ্নীল আরাফাত, অঙ্কন সাহা যুবরাজ।

বাংলাদেশ অনূর্ধ্ব-২০ জুনিয়র দল: রুবেল আহমেদ, সিয়াম আহমেদ, মো. নয়ন আহমেদ, মো. শাহরিয়ার আলম আনাস, এরিকসন বিশ্বাস দ্বীপ, মো. আশিকুর রহমান ফাহিম, মো. রাতুল হাসান, মো. মুকতাদির মাহিন, মো. রাতুল হাসান, আল মুকতাদির মাহিন, মো. শাহরিয়ার নাফিজ, রেং কো খুমি, অপু চাকমা, মো. শিহাব উদ্দিন, অংতাইমং মারমা, মো. আবু বক্কর সিদ্দিক, বোরহান হোসেন, মো. আশরাফুল ইসলাম শুভ, প্রেম চান, নেয়ান চাক, মেহেদি হাসান রাজু, রিফাত হোসেন ফয়সাল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে