ঢাকায় আসছে চ্যাম্পিয়ন্স ট্রফি

প্রকাশ | ১৬ নভেম্বর ২০২৪, ০০:০০

ক্রীড়া ডেস্ক
২০১৭ সালে শেষবার অনুষ্ঠিত হয়েছিল আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। এরপর প্রায় ৮ বছর কেটে গেলেও মাঠে গড়ায়নি টুর্নামেন্টটি। ভারত-পাকিস্তানের কূটনৈতিক জটিলতার কারণে ২০২৫ সালে অনুষ্ঠিতব্য এই টুর্নামেন্টকে ঘিরে অনিশ্চয়তা কাটছেই না। অবশ্য বাংলাদেশের ভক্তদের জন্য সুখবর, একাধিক দেশ ঘুরে ঢাকায় আসছে টুর্নামেন্টটির ট্রফি। যা দেখার সুযোগ পাবেন সমর্থকরাও। জানা গেছে, এই ট্রফি পাকিস্তানে ভ্রমণ শুরু করেছে, যা পরে বিভিন্ন দেশে পৌঁছাবে। এরই মধ্যে ১৪ নভেম্বর পাকিস্তানের ইসলামাবাদে ট্রফিটি পৌঁছেছে এবং পরবর্তী সপ্তাহে দেশটির বিভিন্ন অঞ্চলে এটি প্রদর্শিত হবে। আর বাংলাদেশে ১০ ডিসেম্বর থেকে ১৩ ডিসেম্বর পর্যন্ত ট্রফির প্রদর্শনী অনুষ্ঠিত হবে। যা ঢাকার শেরেবাংলা স্টেডিয়াম এবং কক্সবাজার সমুদ্র সৈকতে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তিন কেজি একশ' গ্রামের এ সুদৃশ্য ট্রফিটি নেওয়া হবে মিরপুর স্টেডিয়ামে। ট্রফির সঙ্গে ফটোসেশনে থাকবেন দেশে থাকা জাতীয় দলের সদস্য ও ক্রিকেট বোর্ড কর্মকর্তারা। দর্শকরাও এক ঝলক দেখতে পাবেন ট্রফিটি। ১৯৯৮ সালে ঢাকাতেই আইসিসি নকআউট ট্রফি হিসেবে যাত্রা শুরু হয়েছিল এই প্রতিযোগিতার। ২০০০ সালে কেনিয়ায় একই নামে দ্বিতীয় আসর অনুষ্ঠিত হওয়ার পর ২০০২ সালে এর নাম পরিবর্তন করে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি। ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলবে আট দল। স্বাগতিক পাকিস্তানের সঙ্গে রয়েছে ভারত, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইংল্যান্ড, সাউথ আফ্রিকা, আফগানিস্তান ও বাংলাদেশ। 'মিনি বিশ্বকাপ' খ্যাত চ্যাম্পিয়ন্স ট্রফি সবশেষ আয়োজিত হয়েছিল ২০১৭ সালে। লন্ডনের ওভালে সেই ফাইনালে ভারতকে ১৮০ রানে হারিয়ে শিরোপা উঁচিয়ে ধরেছিল পাকিস্তান।