বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২

বিশ্ব রেকর্ড গড়ে দক্ষিণ আফ্রিকাকে হারাল ভারত

ক্রীড়া ডেস্ক
  ১৫ নভেম্বর ২০২৪, ০০:০০
বিশ্ব রেকর্ড গড়ে দক্ষিণ আফ্রিকাকে হারাল ভারত

সেঞ্চুরিয়নে সুপার স্পোর্ট পার্কে রান তাড়া করা প্রায় সময় উপভোগ্য হয়ে ওঠে। বুধবার রাতে তিলক ভার্মার সেঞ্চুরিতে ভারতের ২১৯ রানের জবাবে দক্ষিণ আফ্রিকার মার্কো ইয়ানসেনও রোমাঞ্চ তৈরি করল। তাইতো ডেথ ওভারে পেন্ডুলামের মতো একবার ভারতের দিকে ম্যাচ ঝুকেছে, তো আরেকবার দক্ষিণ আফ্রিকার দিকে। শেষ পর্যন্ত স্নায়ু ধরে রেখে তৃতীয় টি-২০'র থ্রিলারে ১১ রানের জয়ে চার ম্যাচের সিরিজে ২-১ এ এগিয়ে গেলো ভারত।

টি-২০তে এক বছরে সবচেয়ে বেশি বার ২০০ বা তার বেশি রান করার বিশ্ব রেকর্ডটা এতদিন ছিল যৌথভাবে ভারত, জাপান ও ইংল্যান্ডের ক্লাব বার্মিংহাম বিয়ার্সের দখলে। এবার বাকিদের পেছনে ফেলে রেকর্ডটা এককভাবে নিজের করে নিল ভারত। ২০২৪ সালে এই ম্যাচসহ মোট ৮ বার দুইশ বা তার বেশি রানের ইনিংস খেলেছে ভারত। যা আন্তর্জাতিক টি-২০ ক্রিকেট তো বটেই, স্বীকৃত টি-২০ও এক পঞ্জিকাবর্ষে কোনো দলের প্রথম। এর আগে এক বছরে সর্বোচ্চ ৭ বার ২০০ বার তার বেশি রান করার কৃতিত্ব ছিল ভারত (২০২৩), জাপান (২০২৪) ও বার্মিংহাম বিয়ার্সের (২০২২)।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে