বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২

দাবাড়ু জিয়ার পরিবারের পাশে দাঁড়ালেন তামিম

ক্রীড়া প্রতিবেদক
  ১৫ নভেম্বর ২০২৪, ০০:০০
দাবাড়ু জিয়ার পরিবারের পাশে দাঁড়ালেন তামিম

বাংলাদেশের অন্যতম সেরা দাবাড়ু গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান। মাস চারেক আগে দাবা খেলতে খেলতেই মৃতু্যর কোলে ঢলে পড়েন এই কিংবদন্তি দাবাড়ু। জিয়াকে হারিয়ে তার একমাত্র সন্তান তাহসিন ও স্ত্রী লাবণ্য অথৈ সাগরে পড়েছেন যেন। ক্রীড়াঙ্গনের অনেকে অনেক আশ্বাস দিলেও এখনো বাস্তবায়ন হয়নি কিছুই। এরই মধ্যে এগিয়ে এলেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল।

দাবাড়ু জিয়ার পরিবারের সহায়তায় ৫ লাখ টাকা দিয়েছেন দেশসেরা এই ওপেনার। এ ছাড়া যে কোনো সহায়তার আশ্বাস দিয়েছেন। জিয়ার স্ত্রী লাবণ্য বিষয়টি নিশ্চিত করেছেন। 

জিয়ার স্ত্রী বলেন, 'তামিম আমাকে বলল যে কোনো সমস্যায় যেন উনার সঙ্গে যোগাযোগ রাখি। আর ছেলেকে বলল পড়াশোনা এবং খেলাটা ঠিকঠাকভাবে চালিয়ে যেতে। তাহসিনকে বলে যে আমি তোমাকে পাঁচ লাখ টাকা দিলাম এটা কিছুই না, এটা তোমার বাবার জন্য কিছুই না।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে