টানা তিন সিরিজের হার, সবমিলিয়ে বেশ অস্বস্তিতে বাংলাদেশ ক্রিকেট দল। সামনেই ওয়েস্ট ইন্ডিজ সিরিজ। সেই সিরিজকে সামনে রেখে এরইমধ্যে অ্যান্টিগাতে অবস্থান করছে মেহেদী হাসান মিরাজের দল। আজ শুক্রবার (১৫ নভেম্বর) শুরু হচ্ছে মাঠের প্রস্তুতি। চার দিনের সেই প্রস্তুতি ম্যাচে মাঠে নামবেন ফিল সিমন্স শিষ্যরা।
প্রস্তুতি ম্যাচকে সামনে রেখে একটু আগেভাগেই অ্যান্টিগাতে পৌঁছায় বাংলাদেশ দল। প্রথম টেস্ট মাঠে গড়াবে আগামী ২২ নভেম্বর। সেই ম্যাচ শুরু হতে এখনও বাকি সপ্তাহ খানেক। এই সময়টাতে ব্যাটে-বলে নিজেদের ঝালিয়ে নেবে ক্রিকেটাররা।
যদিও এই সিরিজে পূর্ণ স্কোয়াড পাচ্ছে না বাংলাদেশ। কেননা চোটের কারণে নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম ছিটকে গেছেন। শান্তর বদলি হিসেবে দলে সুযোগ পেয়েছেন ব্যাটার শাহাদাত হোসেন দিপু। যিনি এর আগেও জাতীয় দলের জার্সি গায়ে জড়িয়েছেন।
যদিও এই প্রস্তুতি ম্যাচের শুরু থেকে তাকে পাওয়ার সম্ভাবনা কম। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে এই ম্যাচে ভালো করতে চান লিটন-তাসকিনরা। ম্যাচের আগের দিন ক্রিকেটাররা যে যার মতো ঘুরে বেড়িয়েছেন। কেউ কেউ বিচের পাশে ভলিবল খেলেছেন। মূলত ক্রিকেটারদের চাঙ্গা রাখতেই এমন উদ্যোগ টিম ম্যানেজমেন্টের। সবকিছু ছাপিয়ে সাম্প্রতিক ব্যর্থতা কাটিয়ে ওঠাই বড় চ্যালেঞ্জ হবে মিরাজদের জন্য।
বাংলাদেশের টেস্ট স্কোয়াড : সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, মুমিনুল হক, শাহাদাত হোসেন দীপু, মাহিদুল ইসলাম অঙ্কন, লিটন দাস, জাকের আলি অনিক, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, নাহিদ রানা, হাসান মুরাদ।