বিমানে সহযাত্রীর জীবন বাঁচালেন ব্রম্ননো

প্রকাশ | ১৪ নভেম্বর ২০২৪, ০০:০০

ক্রীড়া ডেস্ক
নেশন্স লিগ খেলতে পর্তুগালের উদ্দেশে বিমানে চড়েছিলেন ব্রম্ননো ফার্নান্দেস। ভাবেননি বিমানে এমন পরিস্থিতির মুখোমুখি হবেন। তার সামনেই অজ্ঞান হয়ে পড়ে যাচ্ছিলেন এক যাত্রী। মাঠে বীরত্ব দেখানো এই মিডফিল্ডার মাঠের বাইরেও দেখা দিলেন একই ভূমিকায়। সেই যাত্রীর জীবন বেঁচেছে ব্রম্ননোর সহযোগিতায়।  ঘটনাটি ঘটেছে সোমবার ইজি জেটের একটি ফ্লাইটে। রোববার লেস্টার সিটির বিপক্ষে ম্যানচেস্টার ইউনাইটেডের ৩-০ গোলের জয়ে একটি গোলের পাশাপাশি দুটি অ্যাসিস্ট করেছিলেন ব্রম্ননো। তার পর পোল্যান্ড আর ক্রোয়েশিয়ার বিপক্ষে জাতীয় দলের হয়ে খেলার জন্য চড়েন লিসবনের বিমানে।  তখনকার অভিজ্ঞতার কথা তুলে ধরেন আরেক সহযাত্রী সুজানা লসন। যুক্তরাজ্যের বিজনেস ক্লাউড নামের পত্রিকাকে তিনি জানান, 'ফার্নান্দেস ওই সময় টয়লেটের জন্য গিয়েছিলেন। কিছুক্ষণ পরেই সাহায্য চেয়ে তার চিৎকার শুনতে পান, 'ব্রম্ননো একজন যাত্রীকে ধরে রেখেছিল। মনে হচ্ছিল ওই যাত্রী বুঝি মারাই যাবে। সে চেতনা হারিয়ে ফেলেছিল কিনা সেটা বলতে পারছি না।' তিনি আরও যোগ করে বলেছেন, 'সেখানে একটা বাড়তি সিট ছিল। ব্রম্ননো তখন ওই যাত্রীকে বসানোর চেষ্টা করতে থাকে। লোকটা সুস্থ হয়ে ওঠার আগ পর্যন্ত ব্রম্ননো সেখানেই ছিল।' এই ঘটনায় সহযাত্রীদের প্রশংসা কুড়িয়েছেন পর্তুগিজ তারকা। সুজানা লসন পরে অবশ্য ফার্নান্দেসের সঙ্গে একটি সেলফিও তুলেছেন।