সদ্য শেষ হওয়া আফগানিস্তান সিরিজে প্রথম দুই ওয়ানডেতে খেলেছিলেন বাংলাদেশ দলের নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। দুই ম্যাচেই দুর্দান্ত ব্যাটিং করেছিলেন বাংলাদেশ অধিনায়ক। এমন ধারাবাহিক ব্যাটিংয়ের প্রভাব পড়েছে তারর্ যাংকিংয়েও। আইসিসি ওয়ানডে ব্যাটসম্যানদেরর্ যাংকিংয়ে বড় লাফ দিয়েছেন তিনি। ওয়ানডে ক্যারিয়ারে সেরার্ যাংকিংয়ে উঠে এসেছেন শান্ত। শান্ত ছাড়াও ওয়ানডের্ যাংকিংয়ে এগিয়েছেন মেহেদী হাসান মিরাজ, মাহমুদউলস্নাহ রিয়াদ ও মুস্থাফিজুর রহমান। অলরাউন্ডারর্ যাংকিংয়ে চারে উঠে এসেছেন মিরাজ।
১১ ধাপ এগিয়ে ২৩ নম্বরে উঠে এসেছেন শান্ত। আইসিসির ওয়ানডের্ যাংকিংয়ে এটাই তার সেরা অবস্থান। বুধবার পুরুষ ক্রিকেটারদেরর্ যাংকিংয়ের সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। চরম অফফর্মে থাকা শান্ত আফগানিস্তানের বিপক্ষে শারজাহয় নিজেকে খুঁজে পান। আফগানিস্তানের বিপক্ষে হেরে যাওয়া সিরিজে দুই ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন। প্রথম ওয়ানডেতে ৪৭ এবং দ্বিতীয় ওয়ানডেতে ৭৬ রান করেছিলেন। তৃতীয় ওয়ানডে তার খেলা হয়নি কুঁচকির চোটে। দুই ম্যাচের পারফরম্যান্সেই এগার ধাপ এগিয়েছেন বাঁহাতি ব্যাটসম্যান। ক্যারিয়ার সর্বোচ্চ ৬০৪ রেটিং পয়েন্ট তার।র্ যাংকিংয়ে যৌথভাবে মোহাম্মদ রিজওয়ানের সঙ্গে ২৩তম স্থানে আছেন। বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্েয শান্তই সবার ওপরে।
এদিকে তৃতীয় ওয়ানডেতে ৯৮ রানের ইনিংস খেলে ৪৪তম স্থানে এসেছেন মাহমুদউলস্নাহ। দশ ধাপ এগিয়েছেন তিনি। ব্যাটসম্যানদের আর কারো কোনো উন্নতি নেই। মুশফিকুর রহিম সাত ধাপ পিছিয়েছেন। বোলারদেরর্ যাংকিংয়ে ২৩তম স্থানে উঠে এসেছেন মেহেদী হাসান মিরাজ। ৩ উইকেট নিয়ে ৯ ধাপ এগিয়েছেন অফস্পিনার। ৮ উইকেট নেওয়া মুস্তাফিজ রয়েছেন ৩৬তম স্থানে। তার চেয়ে ৩ ধাপ পিছিয়ে আছেন তাসকিন আহমেদ। বোলারদের মধ্যে দশ ধাপ পিছিয়েছেন শরিফুল ইসলাম। ২৪ থেকে একেবারে ৩৪তম স্থানে গেছেন বাঁহাতি পেসার।
এছাড়া সামগ্রিকভাবে ব্যাটসম্যানদেরর্ যাংকিংয়ে শীর্ষে আছেন বাবর আজম। বোলিংয়ে শাহিন শাহ আফ্রিদি। অলরাউন্ডর্ যাংকিংয়ে মোহাম্মদ নবি নিজের জায়গা আরও শক্তিশালী করেছেন। এছাড়া সিরিজে ১১৬ রান ও ৩ উইকেট নিয়ে চার ধাপ এগিয়ে অলরাউন্ডারর্ যাংকিংয়ে চারে উঠে এসেছেন মিরাজ।
শাহিন শাহ আফ্রিদির শীর্ষে ওঠা মানে ওয়ানডেতে ব্যাটিং-বোলিং দুই বিভাগেই শীর্ষস্থান পাকিস্তানের দখলে। সাবেক অধিনায়ক বাবর আজম ব্যাটারদেরর্ যাংকিংয়ে আগেই শীর্ষে রয়েছেন, যা চ্যাম্পিয়নস ট্রফির আগে ভীষণভাবে উজ্জীবিত রাখবে তাদের। গত বছর ওয়ানডে বিশ্বকাপের মাঝপথেওর্ যাংকিংয়ে এক নম্বরে উঠেছিলেন শাহিন।
আর ব্যাটসম্যানদেরর্ যাংকিংয়ে নতুন অধিনায়কের দায়িত্ব পাওয়া মোহাম্মদ রিজওয়ানেরও উন্নতি হয়েছে। দুই ধাপ এগিয়ে ২৩ নম্বরে উঠেছেন। টি-২০র্ যাংকিংয়ের তালিকা প্রকাশ করেছে আইসিসি। শ্রীলংকার অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গা চার ধাপ এগিয়ে বোলারদেরর্ যাংকিংয়ে দুইয়ে উঠেছেন। তার আগে রয়েছেন ইংল্যান্ডের আদিল রশিদ।