কিছুদিন আগেই ভারতের জাতীয় দলের কোচ হিসেবে দায়িত্ব নিয়েছেন গৌতম গম্ভীর। এর মধ্যে ঘরের মাঠে দুটি টেস্ট সিরিজ খেলেছে ভারত। যেখানে বাংলাদেশকে হারালেও নিউজিল্যান্ডের বিপক্ষে হোয়াইটওয়াশ হয়েছে আকাশি-নীলরা। তাই ভারতীয় ক্রিকেট বিশ্লেষকদের তোপের মুখে পড়তে হয়েছে গম্ভীরকে। এবার গম্ভীরের কড়া সমালোচনা করেছেন সঞ্জয় মাঞ্জরেকার।
ভারতের এবারের মিশন অস্ট্রেলিয়ার বিপক্ষে বোর্ডার-গাভাস্কার সিরিজ। এই সফরে যাওয়ার আগে সংবাদ সম্মেলনে এসেছিলেন ভারতীয় কোচ। এ সময় নিউজিল্যান্ডের কাছে ধবলধোলাই হওয়া নিয়ে অনেক কথাই বলেছেন তিনি। গম্ভীর বলেন, আমি এখানে বসে নিজেদের পিঠ বাঁচানোর কথাবার্তা বলব না। আমি মনে করি, আমরা তিন বিভাগেই ওদের কাছে পাত্তা পাইনি। ওরা আমাদের চেয়ে যে বেশি পেশাদার ছিল, সেটি মানতেই হবে। আমাদের নিয়ে সমালোচনা হচ্ছে, আমরা তা মেনে নিয়ে সামনে এগিয়ে যাব।
সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রল হওয়া নিয়ে তিনি বলেন, এসবকে পাত্তা দেওয়ার কিছু নেই, সামাজিক যোগাযোগমাধ্যম আমার জীবনে কিংবা যে কারও জীবনে কী প্রভাব রাখতে পারে? যখন এই দায়িত্ব নিয়েছি তখন জানতাম এটা যেমন কঠিন, তেমনি সম্মানজনকও হবে। আমি কোনো চাপটাপ টের পাই না। কারণ আমি আমার কাজ নিয়ে সৎ আছি।
সংবাদ সম্মেলনে গম্ভীর উঁচু গলায় কথা বলা ভালোভাবে নেননি ভারতের জনপ্রিয় ধারাভাষ্যকার সঞ্জয় মাঞ্জরেকার।