আঙুলের চোটে আফগানিস্তানের বিপক্ষে বাকি দুই ওয়ানডেতে মুশফিকুর রহিম ছিটকে গেছেন। এবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ থেকেও বাদ পড়লেন তিনি। জাতীয় নির্বাচক প্যানেলের এক সদস্য ক্রিকেটপোর্টাল ক্রিকবাজকে এই খবর নিশ্চিত করেছেন।
আগামী ২২ নভেম্বর থেকে শুরু হবে দুই ম্যাচের টেস্ট সিরিজ। তবে ওয়ানডে সিরিজে মুশফিকের ফেরার প্রত্যাশা করা হচ্ছে। তার সেরে উঠতে অন্তত চার থেকে ছয় সপ্তাহ সময় লাগতে পারে। বৃহস্পতিবার চোট প্রসঙ্গে বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী বিবৃতিতে বলেছিলেন, 'আফগানিস্তানের ব্যাটিং ইনিংসের শেষ দিকে মুশফিক বাম হাতের তর্জনীতে চোট পান। এক্স-রের পর দেখা গেছে আঙুলে ফ্র্যাকচার রয়েছে তার। এখন বিসিবির চিকিৎসা পদ্ধতির মধ্যে রয়েছেন। ফলে দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডেতে খেলা হবে না তার।'
ক্রিকবাজকে এক নির্বাচক বললেন, 'সে (মুশফিক) ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট খেলছে না। তার সেরে উঠতে এক মাস বা তারও বেশি সময় লাগবে। ওয়ানডের (ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে) আগে আমাদের হাতে সময় আছে, তার কতটা উন্নতি হয় দেখে সিদ্ধান্ত নেবো।'
ইনজুরির কারণে মুশফিক প্রথম ওয়ানডেতে ব্যাট করতে নামেন সাত নম্বরে। আর বাংলাদেশ শেষ আট উইকেট হারিয়েছে মাত্র ২৩ রানের ব্যবধানে। হেরে যাওয়া ম্যাচে তিন বলে মাত্র ১ রানে স্টাম্পড হয়ে ফিরেছেন মুশফিক। তিন ম্যাচের সিরিজে ১-০ তে পিছিয়ে থাকা বাংলাদেশ এখনও মুশফিকের বদলি ঘোষণা করেনি। ধারণা করা হচ্ছে কিপিংয়ের দায়িত্বে ফিরতে পারতেন
জাকের আলী। ক্যারিবীয় সফরে টেস্ট ছাড়াও তিন ওয়ানডে ও তিনটি টি-২০ খেলবে দুই দল। যার শুরুটা হবে টেস্ট সিরিজ দিয়ে। সুস্থ হয়ে উঠলে ওয়ানডেতে খেলতে পারেন মুশফিক।
এদিকে অভিজ্ঞ এই ক্রিকেটারের ছিটকে যাওয়া নিয়ে আফগানদের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডের আগে কথা বলেছেন মেহেদী হাসান মিরাজ। গণমাধ্যমকে মিরাজ বলেন, 'মুশফিক ভাইয়ের বিষয়টা দুঃখজনক, ইনজুরি হয়েছে। মুশফিক ভাই দলের জন্য কতটা গুরুত্বপূর্ণ আমরা সবাই জানি। কারণ সে যেভাবে ক্রিকেট খেলে, সার্ভিস দিয়ে গেছে অসাধারণ ছিল।'