শনিবার, ০৯ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১

অজুহাত দিলেও আশার কথা শোনালেন মিরাজ

ক্রীড়া ডেস্ক
  ০৯ নভেম্বর ২০২৪, ০০:০০
সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে হারলেও আজ দ্বিতীয় ম্যাচে জয়ের ব্যাপারে আশাবাদী মেহেদী হাসান মিরাজ -ওয়েবসাইট

বাংলাদেশের ক্রিকেটে অন্ধকার যুগ চলছে। কোথাও কোনো আলো নেই। ধারণা করা হচ্ছিল, টি-২০ ও টেস্টের পর নিজেদের প্রিয় ফরম্যাট ওয়ানডে ক্রিকেটে জয়ের দেখা পাবে বাংলাদেশ। কিন্তু আরব আমিরাতে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হলো হার দিয়ে। অবিশ্বাস্য এই হারের জন্য লম্বা সময় ওয়ানডে না খেলাকে অজুহাত দিলেন সহ-অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। পাশাপাশি আজ শনিবার হতে যাওয়া দ্বিতীয় ম্যাচে জয়ের কথাও জানিয়েছেন তিনি।

ব্যাটিং ব্যর্থতায় দিনের পর দিন ম্যাচ হেরেই চলছে বাংলাদেশ দল। ব্যাটিং নিয়ে কাজ করার কথা বলা হলেও ম্যাচে উন্নতির কোনও লক্ষ্ণণই দেখা যায়নি। আরও একটি ম্যাচের আগে মিরাজ বললেন, 'আমাদের সুযোগ আছে। একটা ম্যাচ হেরেছি, এখনও দুইটা ম্যাচ আছে। আমরা দুইটা ম্যাচ চিন্তা না করে পরের ম্যাচটা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। যেহেতু আমরা একটু পিছিয়ে আছি। লম্বা সময় পর ওয়ানডে খেলছি; আপনি দেখেন সাত আট মাস আগে আমরা খেলেছি। সবার ভেতর ওই জিনিসটাও একটু কাজ করছিল যে, অনেকদিন পর আমরা ওয়ানডে খেলছি। প্রস্তুতিটা ওভাবে নিচ্ছি। আশা করি যে যেহেতু অনেকদিন পর খেলেছি, এই মাঠের একটা ধারণা হয়েছে। সবাই ভালো মোমেন্টাম কীভাবে নিতে হবে সেটা আমরা অনুশীলন করছি।'

বোলিংয়ে পেসাররা দারুণ করেছেন। ১০ উইকেটের মধ্যে ৯টিই নিয়েছেন তিন পেসার। সেই অর্থে স্পিনারদের ভূমিকা অতটা ছিল না। রিশাদ হোসেন উইকেট পাননি। মিরাজ কিপ্টে বোলিং করলেও ছিলেন উইকেটশূন্য। ৩৫ রানে ৪ উইকেট ফেলে দেওয়ার পর মাঝের ওভারগুলোতে বাংলাদেশের বোলাররা সেভাবে চাপ প্রয়োগ করতে না পারায় আফগানরা ২৩৫ রানের সংগ্রহ করে।

বোলিংয়ে প্রত্যাশা পূরণ করতে না পারায় হতাশ মিরাজ, 'আমার কাছে যতটা প্রত্যাশা ছিল, ততটা আমি পূরণ করতে পারিনি বলে মনে করি। যেমন মিডল ওভারে আমি ও রিশাদ দুটো উইকেট বের করতে পারতাম; তাহলে আমাদের জন্য সহজ হয়ে যেত। হয়তো আমি রান কম দিয়েছি। কিন্তু আমার কাছে দল প্রত্যাশা করে উইকেট নেওয়ার। কারণ আমার ভূমিকা খুব গুরুত্বপূর্ণ দলের জন্য। আমি যদি উইকেট নিতে পারি, রান করতে পারি; এটা ম্যাচ জেতার ক্ষেত্রেও দলের অনেক উপকার হয়।'

ব্যাটিংয়ে নেমেও দারুণ শুরু পেয়েছিল বাংলাদেশ। শুরুতে ওপেনার তানজিদ হাসান তামিম ব্যর্থ হলেও সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত ও মিরাজের ব্যাটে এগিয়ে যাচ্ছিল তারা। ১২০ রানে তিন উইকেট হারানোর পর ১৪৩ রানে অলআউট হয়ে যাওয়া বাংলাদেশের ব্যাটারদের মানকেই প্রশ্নবিদ্ধ করে ফেলেছে। নিজেদের ব্যাটিং পরিকল্পনা নিয়ে মিরাজ বলেছেন, 'যখন আমি আর শান্ত ব্যাট করছিলাম, তখন আমাদের দুজনের কাছে উইকেট সহজই মনে হচ্ছিল। কিন্তু ২০ ওভারের পর, বলটা যখন একটু নরম ও পুরানো হয়ে গেছে; হঠাৎ করে বল খুব টার্ন শুরু হয়ে গেছে। আপনি যদি দেখেন, মাঝখানে আমি আর শান্ত খুব স্ট্রাগল করছিলাম। আমরা দুজন যেভাবে সেট ছিলাম, আমাদের দুজনের মধ্যে একজনের শেষ করে আসা উচিত ছিল। কারণ আমি শান্তকে বারবার বলছিলাম- এই উইকেটে যেহেতু আমাদের দুজনের সমস্যা হচ্ছে খেলতে, পরের ব্যাটারদের জন্য অনেক কঠিন হবে। কারণ হঠাৎ করে উইকেটটা এত টার্ন করছিল। স্স্নো টার্ন করছিল, তারপর স্ট্রেট আসছিল; আপনি অনুমান করতে পারবেন না কোনটা সোজা যাবে, কোনটা টার্ন করবে। এটা হঠাৎ করে হয়েছিল। ওই সময়টা আমিও ভুল করেছি, শান্তও।'

আঙুলের চোটে বাকি দুই ওয়ানডেতে মুশফিকুর রহিমকে পাচ্ছে না বাংলাদেশ দল। এনিয়ে মিরাজ বলেছেন, 'এটা তো অবশ্যই আমাদের জন্য দুঃখজনক। মুশফিক ভাই যে ইনজুরিতে আক্রান্ত হয়েছেন। উনি দলের জন্য কতটা গুরুত্বপূর্ণ আমরা সবাই জানি। কারণ তিনি যেভাবে ক্রিকেট খেলেন, দেশকে সেবা দিয়ে গেছেন, এটা অসাধারণ ছিল।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে