সৌদি আরবের জেদ্দায় হবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) মেগা নিলাম। আগামী ২৪ ও ২৫ নভেম্বর খেলোয়াড়দের দলে টানবে ১০ ফ্রাঞ্চাইজি। এজন্য ১৫৭৪ জন খেলোয়াড় নিবন্ধন করেছেন, এর মধ্যে ১১৬৫ জন ভারতীয়, বাকি ৪০৯ জন বিদেশি। সহযোগী দেশ থেকে আছেন ৩০ জন। বাংলাদেশ থেকে আছেন ১৩ ক্রিকেটার, এর মধ্যে মধ্যে শহীদুল ইসলাম খুব একটা পরিচিত মুখ নন।
জানা গেছে আইপিএলের নিলামের জন্য বাংলাদেশ থেকে নিবন্ধন করেছেন তাসকিন আহমেদ, লিটন দাস, সাকিব আল হাসান, হাসান মাহমুদ, তানজিম হাসান সাকিব, নাহিদ রানা, শরিফুল ইসলাম, রিশাদ হোসেন, তাওহীদ হৃদয়, শহীদুল ইসলাম, শেখ মেহেদী হাসান, মেহেদী হাসান মিরাজ ও মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজ, তাসকিন ও সাকিব ছাড়া বাকি ১০ জনের ভিত্তিমূল্য ৭৫ লাখ রুপি। সর্বোচ্চ ভিত্তিমূল্য মুস্তাফিজের, ২ কোটি রুপি। অন্যদিকে সাকিব ও তাসকিনের ভিত্তিমূল্য এক কোটি রুপি।
সাকিব, মুস্তাফিজ ও লিটন আইপিএলে আগেও খেলেছেন। বাকি ১০ ক্রিকেটারের মধ্যে কেউ দল পেলে সেটি হবে তার প্রথম আইপিএল। শহীদুল ছাড়া নিবন্ধনকৃত সব ক্রিকেটারই জাতীয় দলে বর্তমানে বিভিন্ন সংস্করণে খেলছেন। ২৯ বছর বয়সি শহীদুল বাংলাদেশের হয়ে একটি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন।
যদিও নিলামের সংক্ষিপ্ত তালিকা আরও ছোট করবে আইপিএল কর্তৃপক্ষ। চূড়ান্ত তালিকায় বাংলাদেশের ১৩ ক্রিকেটারের কতজন থাকেন, সেটাই দেখার। কয়েকদিনের মধ্যেই ক্রিকেটারদের মূল্য তালিকা প্রকাশের কথা রয়েছে আইপিএলের আয়োজকদের।
প্রসঙ্গত, দশ দল মিলে ৪৬ খেলোয়াড় রিটেনশন করেছে। প্রতিটি দল সর্বোচ্চ ২৫ জনের স্কোয়াড গড়তে পারবে। সবমিলিয়ে ২০৪ জন খেলোয়াড়কে নিলাম থেকে নেওয়া হবে। ফলে ১ হাজার ৫৭৪ জনের তালিকা কাটছাঁট করে আরও ছোট করা হবে।