শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১

চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে ভারতকে পাকিস্তানে যাওয়ার অনুরোধ আকরামের

ক্রীড়া ডেস্ক
  ০১ নভেম্বর ২০২৪, ০০:০০
চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে ভারতকে পাকিস্তানে যাওয়ার অনুরোধ আকরামের

২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি হবে পাকিস্তানে। কিন্তু ভারত এখন পর্যন্ত যাওয়ার ব্যাপারে সবুজ সংকেত দেয়নি। এ কারণে পাকিস্তানে টুর্নামেন্ট হবে কি না সংশয় রয়েছে। তবে ভারতের পাকিস্তান সফরের অনীহা দূর করতে এগিয়ে এলেন ওয়াসিম আকরাম। পাকিস্তানের সাবেক অধিনায়কের বিশ্বাস, চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে ভারত পাকিস্তানে গেলে তাদের ভালোভাবে খাতির-যত্ন করা হবে এবং সেটা হবে ক্রিকেটের জন্য দারুণ কিছু। আকরাম বলেন, 'আমি যতটুকু পড়ছি, আমার মনে হয় ভারতীয় সরকার ও বিসিসিআইর কাছ থেকে ইতিবাচক একটা আবহ দেখা যাচ্ছে। কোথায় যেন পড়লাম তারা সম্ভবত লাহোরে সব ম্যাচ খেলবে। তারা হয়তো লাহোরে আসবে এবং একই রাতে ফিরে যাবে। আমি তাতে খুশি, ভারত যেটাতে স্বাচ্ছন্দ্যবোধ করে।' পাকিস্তানেও বিরাট কোহলি, রোহিত শর্মাদের সমর্থক আছে জানালেন সুইংয়ের রাজা, 'আমি আপনাদের কথা দিচ্ছি, তারা খুব ভালো আতিথেয়তা পাবে। বলতে চাচ্ছি, বিরাট কোহলি, রোহিত শর্মা, (হার্দিক) পান্ডিয়া, সূর্যকুমার যাদবের মতো ভারতীয় ক্রিকেটারদের অনেক ভক্ত আছে পাকিস্তানে। তরুণ ক্রিকেট ভক্তরা তাদের ভালোবাসে।'

আগামী ১৯ ফেব্রম্নয়ারি থেকে ৯ মার্চ পুরো চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করতে চায় পাকিস্তান। এমনকি ভারতীয় সীমান্তের কাছে লাহোরে ভারতের সবগুলো ম্যাচ আয়োজনের প্রস্তাব দিয়েছে তারা। পিসিবি আরও জানিয়েছে, দলকে সমর্থন জানাতে ১৭ হাজার ভারতীয় ভিসার অনুমোদন দেওয়া হবে। লাহোরে হবে ফাইনাল, আর ভারত সেমিফাইনালে উঠলে সেই ম্যাচও। আকরাম বললেন, 'আজকালকের যুগে মানুষে মানুষে যোগাযোগ করা খুব গুরুত্বপূর্ণ। সোশাল মিডিয়ার যুগে সারাবিশ্বে অনেক বেশি নেতিবাচকতা, আমার মতে সেটাও অযাচিত নেতিবাচকতা। ভারত যদি আসে, তাহলে সেটা ক্রিকেটের জন্য দারুণ ব্যাপার, এমনকি পাকিস্তানের জন্যও।'

২০০৮ সালের পর থেকে পাকিস্তানে আন্তর্জাতিক ম্যাচ খেলেনি ভারত। আগামী বছরের টুর্নামেন্টও সরে গেলে বিকল্প ভেনু্য হিসেবে ভেবে রাখা হচ্ছে সংযুক্ত আরব আমিরাতকে। গত বছরের এশিয়া কাপেও ভারত তাদের দলকে পাকিস্তানে না পাঠানোয় হাইব্রিড মডেলে হয় প্রতিযোগিতা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে