বাংলাদেশ ক্রিকেটে অস্থির সময় কাটছে। ঘরে-বাইরে সব খানেই ব্যর্থতা। চট্টগ্রামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টেস্টে হতাশাজনক পারফরম্যান্সের দিন বুধবার রাতে বাংলাদেশ নারী ফুটবল দল জিতেছে সাফের শিরোপা। নিজের ব্যর্থতা ভুলে সাবিনা খাতুনদের চ্যাম্পিয়ন হওয়ার আনন্দে উদ্বেলিত বাংলাদেশের ক্রিকেটাররা।
নেপালকে ২-১ গোলে হারিয়ে দ্বিতীয়বার নারী সাফ চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। সাবিনাদের শিরোপা জয়ের রাতে শান্ত নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দুটি ছবি জোড়া লাগিয়েছেন। এরপর লিখেছেন, 'বাংলাদেশ ফুটবলের জন্য জাদুকরী রাত।' বাংলাদেশের পতাকা, ফুটবল আর শিরোপা- এই তিন ইমোজি দিয়ে শেষ করেছেন অভিনন্দন লিখে।
সাবেক অধিনায়ক তামিম ইকবাল নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে লিখেছেন, 'বাংলাদেশ ফুটবল এবং বাংলাদেশের খেলাধুলার জন্য অসাধারণ এক মুহূর্ত। মেয়েদের অসংখ্য অভিনন্দন।'
রাজনৈতিক পটপরিবর্তনে অনেকদিন পর নিজের পেজে কিছু লিখেছেন মাশরাফি বিন মর্তুজা। তাও বাংলাদেশের সুন্দরতম এক অর্জনের দিনে। মাশরাফি তার পেজে লিখেছেন, 'আগেরবার ছিল স্বপ্ন পূরণের অনির্বাচনীয় আনন্দ, এবার প্রত্যাশা পূরণের উত্তঙ্গ উচ্ছ্বাস। ওরা অদম্য, ওরা অপ্রতিরোধ্য, ওরা বাংলাদেশের মুখ... অভিনন্দন বাংলার মেয়েদের।'
এদিকে, সাবিনাদের অভিনন্দন জানিয়ে শরিফুল ইসলাম লিখেছেন, 'চ্যাম্পিয়নস। ২০২৪ নারী সাফের চ্যাম্পিয়ন বাংলাদেশের নারীরা। অভিনন্দন মেয়েরা।'
মেহেদী হাসান মিরাজ নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে লিখেছেন, 'আমাদের মেয়েদের অভিনন্দন। বাংলাদেশ টানা দুইবার নারী সাফ জিতল ২-১ গোলের রোমাঞ্চকর এক জয়ে।'
বাংলাদেশের দ্রম্নতগতির পেসার তাসকিন আহমেদ মেয়েদের সাফল্যে অনুপ্রাণিত হওয়ার কথা লিখেছেন, 'নেপালকে ২-১ গোলে হারিয়ে সাফ চ্যাম্পিয়নশিপ জয়ের জন্য বাংলাদেশ নারী দলকে অনেক অভিনন্দন। আমরা দারুণ গর্বিত এবং আপনাদের এই সাফল্যে আমরা অনুপ্রাণিত। এভাবে এগিয়ে যেতে থাকুন।'