পাকিস্তান ক্রিকেট আর বিতর্ক যেন হাত ধরাধরি করেই চলে। টালমাটাল কয়েকটি মাসের পর ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ জয়ের পর যখন একটু স্বস্তির সুবাতাস বইতে শুরু করল মাত্র, তখনই আবার অস্থিরতার হাওয়া। অস্ট্রেলিয়া সফরের ঠিক আগে সীমিত ওভারের দলের কোচের দায়িত্ব থেকে পদত্যাগ করলেন গ্যারি কার্স্টেন। যিনি গত এপ্রিলে দলটির সাদা বলের কোচ হিসেবে দুই বছরের জন্য নিয়োগ পেয়েছিলেন।
অস্ট্রেলিয়ার মাঠে সাদা বলের সফরে যাওয়ার মাত্র সপ্তাহখানেক আগে দায়িত্ব ছেড়ে দেন ২০১১ সালে ভারতকে বিশ্বকাপ জেতানো কোচ কার্স্টেন। তার পদত্যাগ তাৎক্ষণিকভাবে কার্যকর করা হবে। সম্প্রতি নানা ঘটনার মধ্য দিয়ে যাচ্ছে পাকিস্তানের ক্রিকেট। সাদা বলের সংস্করণের অধিনায়ক থেকে বাবর আজম সরে গেছেন। তার জায়গায় নতুন অধিনায়ক করা হয়েছে মোহাম্মদ রিজওয়ানকে। এবার আকস্মিকভাবে নতুন কোচও খুঁজতে হবে দলটিকে।
টেস্টে পাকিস্তানের কোচ হিসেবে আছেন জেসন গিলেস্পি। তার অধীন সম্প্রতি ইংল্যান্ডকে টেস্ট সিরিজ হারিয়েছে পাকিস্তান। তার আগে অবশ্য টেস্টেও দলটির পারফরম্যান্স বেশ নাজুক ছিল।