প্রতিপক্ষের সমর্থকদের হামলায় ব্রাজিলিয়ান ফুটবল ভক্তের মৃতু্য
প্রকাশ | ২৯ অক্টোবর ২০২৪, ০০:০০
ক্রীড়া ডেস্ক
ফুটবল সমর্থকদের মধ্যে মারামারির ঘটনা নতুন কিছু নয়। এবার সেটা ধারণ করেছে ভয়াবহ রূপ। প্রতিপক্ষ দলের সমর্থকদের অতর্কিত হামলায় নিহত হয়েছেন ব্রাজিলের ক্লাব ক্রুজেইরোর এক ফুটবল ভক্ত। সাও পাওলো রাজ্যে স্থানীয় সময় রোববার সকালে রাস্তার পাশে ঘটে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা। সাও পাওলো থেকে ৪৬ কিলোমিটার (২৮ মাইল) উত্তরে মাইরিপোরা শহরের একটি হাসপাতালে ওই ভক্তের মৃতু্যর খবর নিশ্চিত করা হয়েছে।
ব্রাজিলের ফেডারেল রোড পুলিশ সাংবাদিকদের জানিয়েছে, নিহত ব্যক্তির বয়স ৩০ বছর। এছাড়া আর কোনো তথ্য দেননি তারা। স্থানীয় গণমাধ্যমের খবর, ওই হামলায় অন্তত ১২ জন আহত হয়েছেন। ব্রাজিলের শীর্ষ লিগে শনিবার আথলেতিকো পারানাইন্সির বিপক্ষে ৩-০ গোলে হেরে যায় ক্রুজেইরো। ম্যাচ শেষে বাসে চড়ে বেলো হরিজন্তে ফিরছিলেন ক্রুজেইরোর সমর্থকরা।
সাও পাওলোর জননিরাপত্তা সচিবালয় জানিয়েছে, ক্রুজেইরোর প্রতিদ্বন্দ্বী পালমেইরাসের উগ্র সমর্থকরা এই হামলা চালিয়েছে। ব্রাজিলের টেলিভিশনের প্রচার করা ফুটেজে দেখা যায়, একটি বাসে আগুন জ্বলছে এবং ক্রুজেইরোর কয়েকজন সমর্থক ফুটপাতে পড়ে আছেন।