পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আগামী মাসের শুরুর দিকে অস্ট্রেলিয়ায় যাবে ভারত ক্রিকেট দল। সিরিজ শেষ হবে আগামী বছরের জানুয়ারির প্রথম সপ্তাহে। লম্বা এই সময়টায় ভারত বহরের সঙ্গেই থাকবেন গৌতম গম্ভীর।
এই নভেম্বরেই ভারতের আরেকটা দল দক্ষিণ আফ্রিকা যাবে চার ম্যাচের টি২০ সিরিজ খেলতে। ৮ নভেম্বর প্রথম ম্যাচ শুরু হয়ে সিরিজ শেষ হবে ১৫ নভেম্বর। গম্ভীরের অনুপস্থিতিতে এই সিরিজে ভারতের কোচের দায়িত্ব পালন করবেন ভিভিএস লক্ষ্ণণ। বিসিসিআইয়ের এক কর্তার বরাত দিয়ে এই খবর দিয়েছে ক্রিকবাজ।
লক্ষ্ণণ এর আগেও ভারতের কোচের দায়িত্ব পালন করেছেন। ২০২২ সালে রাহুল দ্রাবিড় করোনা পজিটিভ হলে এশিয়া কাপে তিনি ভারপ্রাপ্ত হিসেবে এই পদে নিয়োগ পান।
দক্ষিণ আফ্রিকায় ভিভিএস লক্ষ্ণণকে সহায়তা করবেন সাইরাজ বাহুতুলেম, ঋষিকেশ কানিতকার ও সুভদীপ ঘোষ, তারা সবাই জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে (এনসিএ) কাজ করেন। এনসিএতে সাইরাজ প্রধান কোচ, কানিতকার বোলিং কোচ ও ঘোষ ফিল্ডিং কোচ হিসেবে যুক্ত রয়েছেন।
চার ম্যাচের এই সিরিজের জন্য এরইমধ্যে দলও ঘোষণা করেছে ভারত। যার নেতৃত্বে রয়েছেন সূর্যকুমার যাদব। ম্যাচের ভেনু্যগুলো যথাক্রমে কিংসম্যাড, সেন্ট জর্জ, সুপারস্পোর্ট পার্ক ও ওয়ান্ডারার্স স্টেডিয়াম।
ভারত স্কোয়াড
সূর্যকুমার যাদব (অধিনায়ক), অভিষেক শর্মা, সাঞ্জু স্যামসন, রিঙ্কু সিং, তিলক ভার্মা, জিতেশ শার্মা, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, রামানদীপ সিংহ, ভরুণ চক্রবর্তী, রবি বিষ্ণোই, আর্শদীপ সিংহ, বিজয় কুমার, আভেশ খান ও ইয়াশ দয়াল।