কোনো একটা সিরিজ শুরুর আগে কিংবা মাঝপথে ঝামেলা তৈরি হওয়াটা বাংলাদেশের ক্রিকেটে যেন সংস্কৃতি হয়ে গেছে। বিশেষত, গত দেড় বছরে সেটি মাথাচাড়া দিয়েছে আরও বেশি করে। তামিম ইকবাল, সাকিব আল হাসানের পর এবার শান্ত ঘুরেফিরে একই অবস্থা।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চলমান টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচ খেলতে বাংলাদেশ দল এখন চট্টগ্রামে। ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার আগেই ছড়িয়ে পড়ে শান্তর অধিনায়কত্ব ছাড়ার গুঞ্জন। সিরিজের মাঝপথে ম্যাচ রেখে সব আলোচনা চলে যায় শান্তর দিকে। যদিও সরাসরি কিছু বলেননি শান্ত। জানিয়েছেন বিসিবিকে। শান্ত দায়িত্ব ছাড়বেন, এমনটি চাউর হওয়ার পর কৌতূহল একটাই, তাহলে পরবর্তী অধিনায়ক কে হবেন?
সাধারণত টেস্টের আগের দিন সংবাদ সম্মেলনে আসেন দলের অধিনায়ক কিংবা প্রধান কোচ। টিম ম্যানেজমেন্টের সদস্য না এমন কেউ এসব দিনে সংবাদ সম্মেলনে আসার নজির বোধহয় কেবল বাংলাদেশ দলে। চট্টগ্রাম টেস্টের আগের দিন সংবাদ সম্মেলনে যেমন এলেন তাইজুল ইসলাম। যিনি অধিনায়ক তো ননই, সহ-অধিনায়কও নন। তবে নাজমুল হোসেন শান্তর নেতৃত্ব ছাড়ার গুঞ্জনে তাকে একাধিক প্রশ্নের জবাব দিতে হলো।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চলমান টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ টেস্ট শুরু হবে মঙ্গলবার (২৯ অক্টোবর) থেকে। এর আগে গতকাল সংবাদ সম্মেলনেও আসেননি শান্ত। তার পরিবর্তে দেখা গেছে তাইজুল ইসলামকে। বাংলাদেশ দলে বর্তমানে অন্যতম সিনিয়র ক্রিকেটার তিনি। বাংলাদেশ দলে প্রায় এক দশক কাটিয়েছেন স্পিনার তাইজুল। সাকিব আল হাসানের পর টেস্টে সর্বোচ্চ উইকেট তারই। ঢাকা টেস্টেই প্রবেশ করেন ২০০ উইকেটের ক্লাবে। সেই তাইজুলকে গতকাল প্রশ্ন করা হয়, তাকে অধিনায়ক হওয়ার প্রস্তাব দিলে তিনি প্রস্তুত কি না? তাইজুলের জবাব, 'যেহেতু ১০ বছর খেলছি, পুরোটাই তৈরি!'
দলের অন্যতম সিনিয়র ক্রিকেটার হিসেবে তার ভূমিকা কী, সেই ব্যাপারে তাইজুল বলেন, 'অনেক ক্ষেত্রে মাঠে কিছু পরিস্থিতি তৈরি হয়। মাঠে কখনো কখনো অধিনায়ক আমাকে জিজ্ঞাসা করে বিভিন্ন বিষয়ে। আমি যখন বোলিং করি, বা অন্য কোনো স্পিনার বোলিংয়ে আসে তখন ফিল্ডিং সাজানো, ব্যাটার দেখে বিভিন্ন ব্যাপার ঠিক করা, এগুলো নিয়ে আমি সাহায্য করার চেষ্টা করি।'
২০১৪ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্টে অভিষেক তাইজুলের। ৩২ বছর বয়সি তাইজুল ৪৮ টেস্ট খেলে নিয়েছেন মোট ২০৪ উইকেট। এক দশকের ক্যারিয়ারে টেস্টে দেশের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ উইকেটের মালিকও বনে গেছেন তিনি। প্রথম শ্রেণির উইকেটে তার ঝুলিতে রয়েছে ৪৫৮ উইকেট। এছাড়া লাল-সবুজের জার্সিতে ২০টি ওয়ানডে ও দু'টি টি২০ ম্যাচ খেলেছেন।
সিনিয়র খেলোয়াড় হিসেবে দলে অবদান রাখার বিষয়ে তিনি বলেন, 'যদি ব্যক্তিগতভাবে বলেন, ইমপিস্নমেন্ট করতে পারি। কিন্তু আমার যে অভিজ্ঞতা হয়েছে, আপনি কতটুকু নিচ্ছেন সেটা গুরুত্বপূর্ণ। সেটা সতীর্থ হিসেবে হোক আর সেটা আমার দেশের জনগণ হোক।'
স্বভাবতই তাইজুলের কাছে জানতে চাওয়া হয়েছিল শান্তর ব্যাপারে। তাইজুলের সহজ জবাব, এই বিষয়ে কিছুই জানেন না তিনি। তাইজুল বলেন, 'এটা আসলে অনেক গভীর একটা প্রশ্ন। এটার উত্তর আসলে আমার কাছে নেই, এটাই সত্যি। আসলে এই বিষয়ে আমি এখনো কিছু শুনিনি। এটি আমার ব্যাপারও না। অধিনায়ক কে হবে এমন টিম মিটিংও হয়নি। আমি এই বিষয়ে সঠিক জানি না। কে অধিনায়ক হবেন, কে কোচ হবেন, সেটি বোর্ডের ব্যাপার।'
অধিনায়ক হিসেবে বেশ সাফল্য পেলেও নিজেকে হারিয়ে খুঁজছেন নাজমুল হোসেন শান্ত। অধিনায়কত্ব পাওয়ার পর থেকেই ব্যাটে ভাটার টান। যে কারণে সমালোচনাও সইতে হচ্ছে তাকে। ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টে ভরাডুবির পর তার কিছু সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন উঠেছে। এমন অবস্থায় অধিনায়কত্ব ছেড়ে নিজের ব্যাটিংয়ে মনোযোগ দেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন শান্ত। যদিও আনুষ্ঠানিকভাবে তিনি কিছু জানাননি। বোর্ডও সিদ্ধান্ত এখন পর্যন্ত ঝুলিয়ে রেখেছে।
মিরপুর টেস্টে ৭ উইকেটের হারের পর সমতায় ফেরার লক্ষ্য বাংলাদেশের সামনে। চট্টগ্রাম টেস্টে ভুল শুধরে নিজেদের সেরাটা দিতে চায় টাইগাররা। কিন্তু এই টেস্ট শুরুর আগে আলোচনায় অধিনায়কত্ব। কে হবেন বাংলাদেশের পরবর্তী অধিনায়ক? বিসিবি কি ফরম্যাট ভেদে আলাদা আলাদা অধিনায়ক বেছে নেবে?