লিবিয়ার বিমানবন্দরে নাইজেরিয়ার ফুটবলারদের খাবারবিহীন ২০ ঘণ্টা

প্রকাশ | ২৮ অক্টোবর ২০২৪, ০০:০০

ক্রীড়া ডেস্ক
লিবিয়ায় খেলতে গিয়ে অবর্ণনীয় অব্যবস্থাপনার শিকার হয়েছে নাইজেরিয়া ফুটবল দল। অভিযোগ করে রায় পক্ষে পেয়েছে তারা। তাতে ম্যাচ না খেলেও জয় মিলেছে, লিবিয়া পড়েছে প্রায় ৬০ লাখ টাকা জরিমানার মুখে। বেনগাজিতে গত ১৫ অক্টোবর আফ্রিকা কাপ অব নেশন্সের বাছাইয়ে লিবিয়ার মুখোমুখি হওয়ার কথা ছিল নাইজেরিয়ার। এ জন্য নাইজেরিয়া ফুটবল বহরকে নেওয়া হয় আল আবরাক আন্তর্জাতিক বিমানবন্দরে, ম্যাচভেনু্য বেনিনা মার্টিয়ার্স স্টেডিয়াম থেকে, যা প্রায় ২০০ কিলোমিটারের বেশি দূরত্বে। বিমানবন্দরে চরম অব্যবস্থাপনার শিকার হতে হয় দ্য ঈগলসদের। লিবিয়ার লোকদের দিয়ে আবরাক বিমানবন্দর ছিল খুবই ব্যতিব্যস্ত। ১৩ ও ১৪ অক্টোবর প্রায় ২০ ঘণ্টা খাবার ও পানি ছাড়া কাটাতে হয় নাইজেরিয়ার ফুটবলারদের। টয়লেটও ছিল খুবই নোংরা, যে কারণে ভোগান্তিতে পড়তে হয় তাদের। এরপর ম্যাচ খেলার মতো শারীরিক ও মানসিক অবস্থা ছিল না দলটির। যে কারণে ১৪ অক্টোবরই দেশে ফিরে যায় তারা। দেশে ফেরার পর লিবিয়ার অব্যবস্থাপনার বিষয়ে আফ্রিকা ফুটবল কনফেডারেশনের (সিএএফ) কাছে অভিযোগ করে নাইজেরিয়া। ঘটনার তদন্তের পর শনিবার (২৬ অক্টোবর) রায় দিয়েছে সিএফ। ডিসিপিস্ননারি কমিটির চেয়ারম্যান উসমান কেনের স্বাক্ষরিত রায়ে বলা হয়েছে, লিবিয়া সিএএফের ৩১, ৮২ ও ১৫১ নম্বর ধারা ভেঙেছে। অভিযোগ প্রমাণিত হওয়ায় বড় শাস্তি জুটেছে লিবিয়ার ভাগ্যে। না খেললেও নাইজেরিয়াকে ৩-০ গোলের জয় দেওয়া হয়েছে, লিবিয়াকে গুনতে হবে প্রায় ৬০ লাখ টাকা। তবে এ রায়ের বিরুদ্ধে আপিল করেছে লিবিয়া। জয় পাওয়ায় আফ্রিকা কাপ অব নেশন্সের মূলপর্বের দ্বারপ্রান্তে নাইজেরিয়া। ৪ ম্যাচে তাদের পয়েন্ট ১০, পরের ম্যাচে বেনিনের সঙ্গে জিতলেই নিশ্চিত হবে টিকিট। এরই মধ্যে মরক্কো, মিশর, আলজেরিয়া, অ্যাঙ্গোলা, ডিআর কঙ্গো, ক্যামেরুন ও বুরকিনা ফাসো তাদের টিকিট নিশ্চিত করেছে।