খেলা শুরুর ৩ সেকেন্ড পরই লাল কার্ড
প্রকাশ | ২৮ অক্টোবর ২০২৪, ০০:০০
ক্রীড়া ডেস্ক
রেফারি তখন খেলা শুরুর বাঁশি বাজিয়েছেন মাত্র। গ্যালারির দর্শকেরা মাত্র নড়েচড়ে বসতে শুরু করেছেন। এর মধ্যেই আরেকবার বাঁশি বাজালেন রেফারি। এবার ফাউল ও সরাসরি লাল কার্ড! ব্রাজিলের শীর্ষ লিগ সিরি আ'তে শনিবার দেখা গেছে এই ঘটনা। আথলেতিক পারানাইন্সির বিপক্ষে ম্যাচ শুরুর ৩ সেকেন্ড পরই লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ক্রুজেইরোর হাফায়েল দ্য সিলভা।
খেলার শুরুর পরপরই বলের লড়াইয়ে আথলেটিকোর ডিফেন্ডার কাইকি হশার গলার নিচে কনুই দিয়ে মেরে বসেন হাফায়েল। ৩২ বছর বয়সি ফরোয়ার্ডকে তখনই লাল কার্ড দেখান রেফারি রদিগ্রো জোসে পেরেইরা দ্য লিমা।
ফুটবল ইতিহাসের সবচেয়ে দ্রম্নতগতির লাল কার্ডের একটি মনে করা হচ্ছে এটিকে। নিচু সারির দল আথলেটিকোর বিপক্ষে এই ম্যাচে নিয়মিত দলের বেশ কজনকে বিশ্রাম দিয়ে একাদশ সাজিয়েছিল ক্রুজেইরো। শুরুতেই হাফায়েলের ওই লাল কার্ডের পর খেই হারানো দল আর লড়াই করতেই পারেনি। আথলেটিকো ম্যাচ জিতে নেয়
৩-০ গোলে।