ঘরের মাঠে টেস্ট সিরিজ প্রায় হারতেই ভুলে গিয়েছিল ভারত, নিজেদের ডেরায় সর্বশেষ তারা সিরিজ হেরেছিল ১২ বছর আগে, সেই ২০১২ সালে। অন্যদিকে নিউজিল্যান্ডের ভারতের মাঠে টেস্ট সিরিজ জেতার কোনো নজির ছিল না। দুই কঠিন সমীকরণই মিলে গেল। মিচেল স্যান্টনারের ঘূর্ণিতে ভারতকে গুঁড়িয়ে অবিস্মরণীয় জয় তুলে নিল কিউইরা।
পুনেতে দ্বিতীয় টেস্টে শনিবার তৃতীয় দিনে নিউজিল্যান্ড জিতেছে ১১৩ রানে। এর আগে বেঙ্গালুরু টেস্টেও ভারতকে হারিয়েছিল তারা। ফলে তিন ম্যাচের সিরিজ ২-০ ব্যবধানে জিতে নিল টম ল্যাথামের দল। ঘরের মাঠে ২০১২ সালে সর্বশেষ ইংল্যান্ডের কাছে হেরেছিল ভারত। এরপর তারা জিতেছে টানা ১৮ সিরিজ। দুর্বার এই ছুটে চলা থামাল বস্ন্যাক ক্যাপসরা।
কিউইদের ঐতিহাসিক সিরিজ জয়ের নায়ক মিচেল স্যান্টনার। পুনের টার্নিং উইকেটে তার বাঁ হাতি স্পিনের ধ্রম্নপদি প্রদর্শনীতে দুই ইনিংসেই ব্যাটিং ধসে পড়ে ভারত। প্রথম ইনিংসে ৫৩ রানে ৭ উইকেট নেওয়া স্যান্টনার দ্বিতীয়ভাগে নেন আরও ৬টি। এমন পারফরম্যান্সের পর ম্যাচসেরা তিনি ছাড়া আর কে! ম্যাচে ১৫৭ রান খরচায় মোট ১৩ উইকেট নেন স্যান্টনার। টেস্টে নিউজিল্যান্ড বোলারদের মধ্যে যা তৃতীয় সেরা।