আগামীকাল রোববার ভুটানের বিপক্ষে গুরুত্বপূর্ণ সেমিফাইনাল ম্যাচ বাংলাদেশের। সেই ম্যাচের আগে অসুস্থ হয়ে পড়েন দলের অন্যতম ডিফেন্ডার আফেইদা খন্দকার। শুক্রবার অনুশীলনেও তাকে রাখেননি কোচ। ছিলেন বিশ্রামে। তবে সেমিফাইনালে তিনি খেলতে পারবেন বলেই জানিয়েছেন দলের সহকারী কোচ মাহবুবুর রহমান লিটু।
এবারই প্রথমবার সাফ চ্যাম্পিয়নশিপে খেলতে এসেছেন আফেইদা। পাকিস্তানের বিপক্ষে ম্যাচেও রক্ষণে আলো ছড়ান তিনি। ভারতের বিপক্ষেও আফেইদা ছিলেন শুরুর একাদশে; বাংলাদেশের ৩-১ গোলে জেতা ম্যাচে দৃষ্টিনন্দন শটে দলকে এগিয়ে নিয়েছিলেন তিনি।
আফেইদা কতটা ভালো সেটা জানতে চাইলে সহকারী কোচ মাহবুবুর রহমান লিটু অবশ্য ইতিবাচক উত্তরই দিলেন, 'কাল ওর জ্বর এসেছে। তবে এখন ভালো আছে। ভুটানের বিপক্ষে ওর খেলা নিয়ে তেমন কোনো অনিশ্চয়তা নেই। ভারতের বিপক্ষে পুরোটা ম্যাচ যারা খেলেছিল, তাদের ট্রেনিং করাননি বাটলার। আফেইদা ভারতের বিপক্ষে পুরো ম্যাচ খেলেছিল, ওর হার্ড ট্রেনিং কোচ এমনিতেও করাত না। ওকে তাই পুরোপুরি বিশ্রাম দিয়েছে।'