স্যান্টনারের ঘূর্ণিজাদুর পর ল্যাথামের ব্যাটে তিনশ' ছাড়াল নিউজিল্যান্ডের লিড
প্রকাশ | ২৬ অক্টোবর ২০২৪, ০০:০০
ক্রীড়া ডেস্ক
মিচেল স্যান্টনারের দুর্দান্ত বোলিংয়ে ভারতকে ১৫৬ রানে অলআউট করে নিউজিল্যান্ড। ১০২ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে খেলতে নেমে টম ল্যাথামের হাফসেঞ্চুরিতে তাদের লিড তিনশ' ছাড়িয়েছে। ৩০১ রানে এগিয়ে থেকে শুক্রবারের দ্বিতীয় খেলা শেষ করেছে সফরকারীরা। দ্বিতীয় ইনিংসেও ওয়াশিংটন সুন্দর সফল। এদিন ১৯৮ রানে হারানো নিউজিল্যান্ডের পাঁচ উইকেটের চারটিই তার পকেটে গেছে।
দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে দলীয় ৩৬ রানে ওয়াশিংটনের বলে ডেভন কনওয়ের (১৭) বিদায়ে ভাঙে ওপেনিং জুটি। উইল ইয়াংকে নিয়ে প্রতিরোধ গড়েন ল্যাথাম। ৪২ রানের এই জুটি ভেঙে দেন রবিচন্দ্রন অশ্বিন। ইয়াং ২৩ রান করে এলবিডবিস্নউ হন। ভারত সফরে ঝলক দেখানো রাচিন রবীন্দ্র (৯) এই ইনিংসে ব্যর্থ। ওয়াশিংটনের দ্বিতীয় শিকার হন তিনি।
ড্যারিল মিচেলও (১৮) হতাশ করেন। তাকেও ফেরান ওয়াশিংটন। তাতে ম্যাচে দশ উইকেট নেওয়ার কীর্তি গড়েন এই স্পিনার। টম বস্নান্ডেলকে নিয়ে ল্যাথাম দিন শেষ করার ইঙ্গিত দিয়েছিলেন। পারেননি তিনি। চা বিরতির পর ৮২ বলে হাফসেঞ্চুরি করা ল্যাথাম ৮৬ রান করে ওয়াশিংটনের কাছে এলবিডবিস্নউ হন। ১৩৩ বলের ইনিংসে ছিল ১০ চার। দিনের বাকি সময় অবলীলায় পার করেছেন বস্নান্ডেল ও গেস্নন ফিলিপস। ৩০ রানে নলান্ডেল ও ৯ রানে ফিলিপস অপরাজিত আছেন।
এর আগে দ্বিতীয় সেশনে কিছু ভুল সিদ্ধান্তের পরও নিউজিল্যান্ডের লিড একশর বেশি হয়েছিল। দ্বিতীয় দিনে ভারতকে দেড়শ' পার হতেই গুটিয়ে দেওয়ার নায়ক স্যান্টনার। এই স্পিনার নিয়েছেন ৭ উইকেট। প্রথমবার টেস্টে ইনিংসে ৫ উইকেট এবং প্রথম শ্রেণির ক্রিকেটে দ্বিতীয়বার। উইকেটে দুই বাঁহাতি ব্যাটার থাকার পরও নিউজিল্যান্ড গেস্নন ফিলিপসের বদলে এজাজ প্যাটেলকে দিয়ে বোলিং করা। একটি রিভিউও মিস করে, তাতে চার ওভারে ৩২ রানের মাশুল গুনেছে সফরকারীরা।