'মনে হচ্ছিল, আমাদের বাঁ উইংয়ে নেইমার খেলছে'
প্রকাশ | ২৬ অক্টোবর ২০২৪, ০০:০০
ক্রীড়া ডেস্ক
টটেনহ্যাম হটস্পারের প্রথম দলের হয়ে কেবল দ্বিতীয় ম্যাচে একাদশে সুযোগ পেয়েই মন্ত্রমুগ্ধ করলেন মাইকি মুরে। উয়েফা ইউরোপা লিগে এজেড আলকামারের বিপক্ষে বাঁ উইংয়ে চোখ ধাঁধানো মুভমেন্ট ও পাসে সবাইকে মাতিয়ে রাখলেন এই টিনএজার। বৃহস্পতিবার রাতে ১-০ গোলে জয়ের পর টটেনহ্যামের কোচ আনগে পোস্তেকোগলু তো স্বীকার করলেন, তার ওপর বড় কিছুর প্রত্যাশা না করা খুব কঠিন হবে। আর অধিনায়ক জেমস ম্যাডিসনের মাঝেমধ্যে মনে হচ্ছিল, বাঁ উইংয়ে নেইমার খেলছেন।
১৭ বছর বয়সি মুরেকে ব্রাজিল অধিনায়কের সঙ্গে তুলনা করে ম্যাডিসন বললেন, '৪৫ থেকে ৬৫ মিনিট পর্যন্ত আমার মনে হচ্ছিল আমাদের বাঁ উইংয়ে নেইমার খেলছে! সে ছিল অবিশ্বাস্য। বল নিয়ে সে ভয়ডরহীন। এই অল্প বয়সে এমন মানসিকতা, কখনো তার কাছ থেকে এটা ছিনিয়ে নিতে চাইবেন না আপনি। তার সামর্থ্যের ঝুলি বেশ বড়। আমি সিনিয়র খেলোয়াড় হিসেবে তার পাশে থাকব, কিছু বুদ্ধিদ্বীপ্ত কথা বলব, যেন এই পথ সহজে চলতে পারে।'
এদিকে পোস্তেকোগলু জানালেন, লন্ডন ক্লাবে তাকে নিয়ে আকাঙ্ক্ষা জাগা বা প্রত্যাশা না করা হবে চ্যালেঞ্জিং। তিনি বললেন, 'তাকে নিয়ে প্রত্যাশা না করা কঠিন হবে, তাই নয় কি? সে ছিল অসাধারণ। এটা অস্বীকার করার উপায় নেই। সে যেভাবে নিজের দিকে সবকিছু নিচ্ছিল, সেটা চমৎকার। প্রতিদিন সে অনেক খাটে। সে ?উন্নতি করতে চায়, সে বুঝতে পারে এটা একটা অভিযাত্রা।'