বাংলাদেশের উন্নতি

প্রকাশ | ২৬ অক্টোবর ২০২৪, ০০:০০

ক্রীড়া প্রতিবেদক
ফিফা উইন্ডোতে গত মাসে বাংলাদেশ কোনো ম্যাচ খেলেনি। ম্যাচ না খেললেওর্ যাংকিংয়ে উন্নতি করেছে জামাল ভূঁইয়ার দল। বৃহস্পতিবার প্রকাশিত ফিফার্ যাংকিংয়ে বাংলাদেশ এক ধাপ উন্নতি করে ১৮৫ তে এসেছে। এছাড়া বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা আছে শীর্ষেই। সেপ্টেম্বরের উইন্ডোতে বাংলাদেশ ভুটানে দুই ম্যাচ খেলেছিল। দুই ম্যাচের একটিতে জয়, আরেকটিতে হারে তারা। যার প্রভাব পড়ের্ যাংকিংয়েও। ১৮৪ থেকে দুই ধাপ পিছিয়ে ১৮৬ তে নেমে যায়। তবে এবার বাংলাদেশের নভেম্বরে মালদ্বীপের বিপক্ষে দু'টি হোম ম্যাচ খেলার কথা রয়েছে।