চট্টগ্রাম টেস্টে তাসকিনের পরিবর্তে খালেদ

প্রকাশ | ২৬ অক্টোবর ২০২৪, ০০:০০

ক্রীড়া ডেস্ক
মিরপুর টেস্টের দলে থাকলেও খেলা হয়নি তাসকিন আহমেদের (বাঁয়ে)। তার বদলে এবার চট্টগ্রাম টেস্টের দলে ডাক পেলেন আরেক পেসার সৈয়দ খালেদ আহমেদ (ডানে) -ওয়েবসাইট
মিরপুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টে স্পিননির্ভর দলই গড়েছিল বাংলাদেশ। পেসার হিসেবে খেলেছিলেন কেবল হাসান মাহমুদ। স্কোয়াডে থাকলেও একাদশে ছিলেন না ডানহাতি পেসার তাসকিন আহমেদ। দ্বিতীয় টেস্টে তো স্কোয়াডেই নেই ডানহাতি এই পেসার। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হতশ্রী পারফরম্যান্সে প্রথম টেস্ট হারের পর দ্বিতীয় ম্যাচের স্কোয়াডে একটি পরিবর্তন আনল বাংলাদেশ। তাসকিনের জায়গায় ডাক পেলেন আরকে ডানহাতি পেসার সৈয়দ খালেদ আহমেদ। আনুষ্ঠানিক বিবৃতিতে বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম টেস্টের জন্য ১৫ জনের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। স্কোয়াডের পরিবর্তনে অবশ্য পারফরম্যান্সের কোনো প্রভাব নেই। জানা গেছে, আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ সামনে রেখে বিশ্রাম দেওয়া হয়েছে তাসকিনকে। আগামী মাসের শুরুতে শারজায় অনুষ্ঠিত হবে সিরিজটি। সবশেষ ভারত সফরের দলে ছিলেন খালেদ। ওই সফরের ১৬ জনের দল থেকে তাকে বাদ দিয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুর টেস্টের স্কোয়াড সাজায় বিসিবি। এক ম্যাচ পরই দলে ফিরলেন ৩২ বছর বয়সি পেসার খালেদ। প্রোটিয়াদের বিপক্ষে প্রথম টেস্ট চলাকালে সিলেটের হয়ে জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ডে অংশ নেন খালেদ। খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে ঢাকার একমাত্র ইনিংসে ৬১ রান খরচায় দলের সর্বোচ্চ ৪ উইকেট নেন তিনি। তাসকিন অবশ্য প্রথম টেস্টেও বিশ্রামেই ছিলেন। স্পিন সহায়ক উইকেটে একমাত্র পেসার হিসেবে একাদশে নেওয়া হয় হাসান মাহমুদকে। তিনি ছাড়া এবার দ্বিতীয় ম্যাচের স্কোয়াডে পেস বিভাগে থাকছেন খালেদ ও নাহিদ রানা। দক্ষিণ আফ্রিকা সিরিজ শেষ করেই আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে সংযুক্ত আরব আমিরাতে চলে যাবে বাংলাদেশ। আগামী ৬ নভেম্বর হবে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে। এরপর দুই টেস্ট, তিন ওয়ানডে ও তিন টি২০'র পূর্ণাঙ্গ সফরে ক্যারিবিয়ানে যাবে বাংলাদেশ। সামনের এই ব্যস্ত সূচির কারণে তাসকিনের পাশাপাশি বাঁ-হাতি পেসার শরিফুল ইসলামকেও চট্টগ্রাম টেস্টের জন্য বিবেচনা করা হয়নি। প্রথম ম্যাচে পুরোপুরি ব্যর্থ হওয়া ব্যাটিং অর্ডারেও কোনো পরিবর্তন আনা হয়নি। নিজেদের সামর্থ্য দেখানোর তাই আরেকটি সুযোগ পাচ্ছেন সাদমান ইসলাম, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হকরা। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আগামী মঙ্গলবার শুরু হবে দ্বিতীয় টেস্ট। ম্যাচটি খেলতে শনিবার বন্দর নগরীতে যাবে বাংলাদেশ। মিরপুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টে ৭ উইকেটের ব্যবধানে হেরেছে বাংলাদেশ। চট্টগ্রামে ঘুরে দাঁড়াতে না পারলে সিরিজ খোয়াতে হবে তাদের। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ২৯ অক্টোবর থেকে শুরু হবে দ্বিতীয় ও শেষ টেস্ট। বাংলাদেশ দল : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস (উইকেটরক্ষক), জাকের আলী, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, হাসান মাহমুদ, নাহিদ রানা, হাসান মুরাদ ও সৈয়দ খালেদ আহমেদ।