ক্যারিবিয়ানদের হারিয়ে সিরিজ শ্রীলংকার

প্রকাশ | ২৫ অক্টোবর ২০২৪, ০০:০০

ক্রীড়া ডেস্ক
চমৎকার বোলিংয়ে সুর বেঁধে দিলেন মাহিশ থিকশানা ও আসিথা ফার্নান্দো। পরে বল হাতে আলো ছড়ালেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। ব্যাটিং ধসে পড়া ওয়েস্ট ইন্ডিজকে রেকর্ডগড়া জুটিতে লড়ার মতো পুঁজি এনে দিলেন শেরফেইন রাদারফোর্ড ও গুডাকেশ মোটি। তাতে অবশ্য লাভ হলো না। চারিথ আসালাঙ্কার ফিফটি ও বাকিদের টুকটাক অবদানে অনায়াস জয় তুলে নিল শ্রীলংকা। পালেস্নকেলেতে বুধবার রাতে বৃষ্টিবিঘ্নিত দ্বিতীয় ওয়ানডেতে লংকানদের জয় ৫ উইকেটে। এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ জয় নিশ্চিত করল তারা। প্রথম ওয়ানডেও ৫ উইকেটে জিতেছিল স্বাগতিকরা। এর আগে তিন টি২০ সিরিজটি ২-১ ব্যবধানে জিতেছিল শ্রীলংকা। বৃষ্টির বাধায় ৪৪ ওভারে নেমে আসা ম্যাচে টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে ক্যারিবিয়ানদের ১৮৯ রানে গুটিয়ে দেয় শ্রীলংকা। প্রতিপক্ষের সেই রান তারা পেরিয়ে যায় ৩৪ বল বাকি থাকতে। সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে একই মাঠে আগামীকাল শনিবার। ওয়েস্ট ইন্ডিজের ১০ উইকেট ভাগ করে নেন শ্রীলংকার তিন বোলার। সর্বোচ্চ চার শিকার ধরেন লেগ স্পিনার হাসারাঙ্গা। তিনটি করে প্রাপ্তি থিকশানা ও আসিথার। ৫৮ রানে ৮ উইকেট হারিয়ে কাঁপতে থাকা ওয়েস্ট ইন্ডিজকে টানেন রাদারফোর্ড ও মোটি। নবম উইকেটে ১১৫ বলে ১১৯ রানের রেকর্ড জুটি গড়েন তারা। ওয়ানডেতে নবম উইকেটে এই প্রথম শতরানের জুটি দেখল ওয়েস্ট ইন্ডিজ। ২০২২ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে ইয়ানিক কারিয়াহ ও আলজারি জোসেফের ৮৫ রানের জুটি ছিল আগের সেরা। সব দল মিলিয়ে, এই সংস্করণে নবম উইকেটে এটি চতুর্থ সর্বোচ্চ জুটি।