প্রায় এক দশক ধরে বায়ার্ন মিউনিখ কেবল হতাশায় ডুবিয়েছে বার্সেলোনাকে। অবশেষে জার্মান শক্তির বিপক্ষে জয়খরা কাটালো কাতালান জায়ান্টরা। দীর্ঘ অপেক্ষার পর বুধবার রাতে বায়ার্নকে হারালো তারা। ঘরের মাঠে অলিম্পিক স্টেডিয়ামে বুধবার রাতে ব্রাজিলিয়ান উইঙ্গার রাফিনহার দুর্দান্ত হ্যাটট্রিকে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে বাভারিয়ানদের বিপক্ষে ৪-১ গোলে জিতেছে হান্সি ফ্লিকের দল বার্সা।
বায়ার্নের কাছে টানা ছয় হার দেখেছে বার্সেলোনা, এই সময়ে গোল খেয়েছে ২২টি, করেছে মাত্র চারটি। এর মধ্যে চার বছর আগে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার ফাইনালে ৮-২ গোলে হারের লজ্জাও পেতে হয়েছিল। বার্সা এবার প্রতিশোধ নিল দারুণ আক্রমণাত্মক পারফরম্যান্স দেখিয়ে। দুই পরাশক্তির সাক্ষাতে ৯ বছর পর জয়ের মুখ দেখল তারা। তিন ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে বার্সা চ্যাম্পিয়ন্স লিগের টেবিলের নবম স্থানে। টানা দ্বিতীয় হারে তিন পয়েন্ট নিয়ে ২৩তম স্থানে বায়ার্ন।
ইউরোপের সর্বোচ্চ ক্লাব আসরে বাভারিয়ানদের বিপক্ষে তাদের আগের জয়টি এসেছিল ২০১৫ সালের মে মাসে। সেবার সেমিফাইনালের প্রথম লেগে নু্য ক্যাম্পে ৩-০ গোলে জিতেছিল স্প্যানিশ দলটি। হারের ধারা চলাকালীন ২০১৯-২০ মৌসুমের উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে জার্মান ক্লাবটির বিপক্ষে ৮-২ গোলে বিধ্বস্ত হয়েছিল বার্সেলোনা। তখন বায়ার্নের কোচের দায়িত্বে থাকা হান্সি ফ্লিক এখন আছেন বার্সার ডাগআউটে। তার অধীনেই বায়ার্নের বিপক্ষে ভুলে যাওয়া জয়ের স্বাদ মিলল কাতালান ক্লাবটির।