মাঠ বদলেছে, বদলেছে দল। বদলায়নি বাংলাদেশের ফল। ভাগ্যে সেই পরাজয়ের তিক্ততা। ঘরের মাঠেও ব্যাট হাতে জ্বলে উঠতে পারলেন না বাংলাদেশ দলের ব্যাটাররা। বোলাররা চেষ্টা করেছিলেন, কিন্তু লড়াইয়ের রসদ তো থাকতে হবে। হতাশার পুরানো গল্প লিখে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে দক্ষিণ আফ্রিকার কাছে বাংলাদেশের হার সাত উইকেটে। এশিয়ায় গত ১০ বছরে এটি আফ্রিকানদের প্রথম টেস্ট জয়।
দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে বাংলাদেশকে বড় ব্যবধানে হারাল সফরকারী দক্ষিণ আফ্রিকা। স্বাগতিকদের দেওয়া ১০৬ রানের টার্গেট হেসেখেলেই তাড়া করেছে প্রোটিয়া ব্যাটাররা। অবশ্য ঢাকা টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশ মাত্র ১০৬ রানে অলআউট হওয়ার পরপরই ম্যাচের ফল অনেকটা নির্ধারণ হয়ে গিয়েছিল। বাংলাদেশকে দ্রম্নত গুটিয়ে ফেলে প্রথম ইনিংসে ২০২ রানের লিড নিয়েছিল প্রোটিয়ারা।
দুই ইনিংস মিলিয়ে বাংলাদেশ দলে উলেস্নখ করার মতো ইনিংস দুটি। মেহেদী হাসান মিরাজের ৯৭ এবং অভিষিক্ত জাকের আলী অনিকের ৫৮। দুটিই দ্বিতীয় ইনিংসে। দুজনের ১৩৮ রানের জুটি অল্প সময়ের জন্য আশার আলো দেখিয়েছিল বাংলাদেশকে। বৃহস্পতিবার সকালে ক্ষীণ আলো আঁধারে পরিণত হয়।
ঢাকা টেস্ট শুরুর আগে বাংলাদেশ আত্মবিশ্বাসী ছিল। তবে মাঠের খেলায় এর কোনো প্রতিফলন দেখা যায়নি। কেন এমন হার, ম্যাচ শেষে জানালেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তার মতে, দলের সম্মিলিত ব্যর্থতার ফল এই হার।
শান্ত বলেন, 'আমরা দল হিসেবে ব্যর্থ হয়েছি। ব্যক্তিগতভাবেও ভালো করতে পারিনি। ব্যাট হাতে প্রায় সবাই ব্যর্থ। মিরাজ যেভাবে ব্যাট করেছে, তা আমাদের সাহস দিয়েছিল। কিন্তু বাকিরা ঠিকভাবে দায়িত্ব নিতে পারিনি। নতুন বলে আমাদের ব্যাটাররা ঠিকমতো দাঁড়াতেই পারেনি। আশা করি, পরের ম্যাচে আমরা ঘুরে দাঁড়াতে পারব।'
১৯১ বলে ৯৭ রানের দুর্দান্ত ইনিংস খেলে আবারও বাংলাদেশকে ইনিংস হারের লজ্জা থেকে বাঁচান 'ক্রাইসিস ম্যান' মেহেদী হাসান মিরাজ। তাকে নিয়ে শান্ত বলেন, আমরা ২০০ রানে পিছিয়ে ছিলাম কিন্তু মিরাজ দারুণ ব্যাটিংয়ে আমাদের লড়াইয়ে ফিরিয়েছে। এমনটা আমরা অনেক বেশি করিনি। এটা দারুণ কিছুই ছিল। ব্যাটিং ইউনিট হিসেবে নতুন বলে আমাদের আরও দায়িত্ব নিতে হবে। বোলিং গ্রম্নপ হিসেবেও আমাদের উন্নতির জায়গা আছে।'
দ্বিতীয় তথা শেষ টেস্টে ঘুরে দাঁড়াতে চান টাইগার অধিনায়ক। বলছিলেন, 'পরের ম্যাচে দল হিসেবে আমাদের ভালো খেলতে হবে।' আগামী ২৯ অক্টোবর থেকে চট্টগ্রামে শুরু হবে সিরিজের শেষ টেস্ট।