শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১

ভিনিসিয়াসের হ্যাটট্রিকে রিয়ালের অসাধারণ জয়

ক্রীড়া ডেস্ক
  ২৪ অক্টোবর ২০২৪, ০০:০০
ভিনিসিয়াসের হ্যাটট্রিকে রিয়ালের অসাধারণ জয়

প্রথমার্ধে দুই গোল হজম করা রিয়াল মাদ্রিদ দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়াল অসাধারণভাবে। হারের শঙ্কা উড়িয়ে চোখ ধাঁধানো পারফরম্যান্সে বরুশিয়া ডর্টমুন্ডকে স্রেফ তছনছ করে দিল তারা। ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়াস জুনিয়রের দুর্দান্ত হ্যাটট্রিকে তুলে নিল বড় জয়। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের প্রথম রাউন্ডের ম্যাচে ঘরের মাঠ সান্তিয়াগো বার্নানু্যতে মঙ্গলবার রাতে ৫-২ গোলে বরুশিয়া ডর্টমুন্ডকে বিধ্বস্ত করেছে রিয়াল। আসরে তিন ম্যাচে প্রতিযোগিতার বর্তমান চ্যাম্পিয়নদের এটি দ্বিতীয় জয়। ভিএফবি স্টুটগার্টের বিপক্ষে নিজেদের মাটিতে জয়ের পর গত রাউন্ডে তারা লিলের মাঠে হেরে গিয়েছিল। ডোনিয়েল মালেন ও জেমি গিটেন্সের গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় জার্মান ক্লাব ডর্টমুন্ড। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে রিয়ালের মাঠে প্রথম জয়ের হাতছানি তখন পাচ্ছিল তারা। কিন্তু কার্লো আনচেলত্তির শিষ্যদের ভাবনা ছিল একেবারেই আলাদা। আরেকটি স্মরণীয় প্রত্যাবর্তনের গল্প লিখে ৩৩ মিনিটের মধ্যে পাঁচবার গোলের উলস্নাস করে স্প্যানিশ পরাশক্তিরা। ম্যাচের ৬০ মিনিট পর্যন্ত পিছিয়ে থাকা রিয়ালের আক্রমণের তীব্র জোয়ারে একেবারে লন্ডভন্ড হয়ে যায় ডর্টমুন্ড। ভিনিসিয়াসকে থামানোর কোনো উপায় যেন জানা ছিল না নুরি শাহিনের শিষ্যদের। তিনটি গোলের দুটিই তিনি করেন একক নৈপুণ্যে। স্বাগতিকদের বাকি দুই গোলদাতা হলেন অ্যান্টোনিও রুডিগার ও লুকাস ভাজকেজ।

পরিসংখ্যানেও ফুটে ওঠে প্রতিযোগিতার রেকর্ড ১৫ বারের চ্যাম্পিয়ন রিয়ালের দাপট।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে