শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১

১০৩ বলে ডাবল সেঞ্চুরির বিশ্বরেকর্ড

ক্রীড়া ডেস্ক
  ২৪ অক্টোবর ২০২৪, ০০:০০
১০৩ বলে ডাবল সেঞ্চুরির বিশ্বরেকর্ড

উপলক্ষ এমনিতেই ছিল স্পেশাল। সেটি আরও স্মরণীয় করে রাখলেন চ্যাড বোয়েস। লিস্ট 'এ' ক্রিকেটে নিজের শততম ম্যাচটি রাঙালেন তিনি বিধ্বংসী ব্যাটিংয়ের প্রদর্শনীতে। লিস্ট 'এ' ক্রিকেটে দ্রম্নততম ডাবল সেঞ্চুরির বিশ্বরেকর্ড গড়লেন নিউজিল্যান্ডের এই ব্যাটসম্যান।

নিউজিল্যান্ডের ঘরোয়া একদিনের ম্যাচের টুর্নামেন্ট ফোর্ড ট্রফিতে বুধবার ক্যান্টারবুরির হয়ে এই কীর্তি গড়েন বোয়েস। ক্রাইস্ট চার্চে ওটাগোর বিপক্ষে ১০৩ বলে তিনি পা রাখেন দুইশতে। ২৭ চার ও ৭ ছক্কায় সাজানো তার ইতিহাস গড়া ইনিংসটি শেষ হয় ১১০ বলে ২০৫ রান করে। ৫০ ওভারের স্বীকৃত ক্রিকেটে দ্রম্নততম ডাবল সেঞ্চুরির আগের রেকর্ড ছিল ১১৪ বলে। যৌথভাবে যেটি ছিল অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড ও ভারতের নারায়ণ জাগাদিসানের।

ক্রাইস্ট চার্চে নিউজিল্যান্ডের ঘরোয়া একদিনের টুর্নামেন্ট ফোর্ড ট্রফিতে বোয়েস ওটাগোর বিপক্ষে কেন্টারবুরির হয়ে বিধ্বংসী ব্যাটিংটা করেছেন। তার আগের কীর্তিটা ছিল অস্ট্রেলিয়ার ট্রাভিস হেডের। সাউথ অস্ট্রেলিয়ার হয়ে কুইন্সল্যান্ডের বিপক্ষে ২০২১ সালে ১১৪ বলে তিনি ডাবল সেঞ্চুরি পেয়েছিলেন। হেগলি ওভালে বিধ্বংসী ব্যাটিংয়ের সময় ৩২ বছর বয়সি বোয়েসকে অনেক চাপ সামলাতে হয়েছে। পিঠের ব্যথা ও পানি শূন্যতার জন্য নিয়মিতভাবে সেবা নিতে হয়েছে তাকে।

ওটাগোর বিপক্ষে তার বিধ্বংসী ব্যাটিংয়ে ৯ উইকেটে ৩৪৩ রানে থেমেছে ক্যান্টারবুরি। শেষ পর্যন্ত ১১০ বলে আউট হওয়ার আগে ২০৫ রান করেছেন। তাতে ছিল ৭টি ছয় ও ২৭টি চারের মার। জবাবে ওটাগো ১০৩ রানে অলআউট হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে