টানা দুই হারে বিদায় বাংলাদেশের

প্রকাশ | ২৪ অক্টোবর ২০২৪, ০০:০০

ক্রীড়া প্রতিবেদক
জয় দিয়ে শুরু করলেও, আফগানিস্তানের পর শ্রীলংকার কাছে হেরে ইমার্জিং এশিয়া কাপ টি২০ টুর্নামেন্টের গ্রম্নপ পর্ব থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ 'এ'। মঙ্গলবার রাতে 'এ' গ্রম্নপে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে শ্রীলংকা 'এ' দলের কাছে ১৯ রানে হেরেছে বাংলাদেশ। হংকংকে ৫ উইকেটে হারিয়ে আসর শুরু করেছিল আকবর-হৃদয়দের নিয়ে গড়া দলটি। এরপর আফগানিস্তান 'এ' দলের কাছে ৪ উইকেটে হারে বাংলাদেশ। ওমানের আল আমিরাত ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ৫ ওভারে উদ্বোধনী জুটিতে ৪০ রান তুলে শ্রীলংকা। ওপেনারদের ভালো শুরুর পর রানের চাকা সচল রাখেন মিডল অর্ডার ব্যাটাররা। এতে ২০ ওভারে ৭ উইকেটে ১৬১ রানের সংগ্রহ পায় শ্রীলংকা। মিডল অর্ডারে দলের পক্ষে ২৬ বলে সর্বোচ্চ ৪২ রান করেন পাভান রত্নানায়েকে। এছাড়া দুই ওপেনার লাহিরু উদারা ২১ বলে ৩৫ ও যশোদা লঙ্কা ২৩ এবং সাহান আরাচ্চিগে ৩০ রান করেন। বাংলাদেশের হয়ে ২টি করে উইকেট নেন রিপন মন্ডল ও রেজাউর রহমান রাজা। জবাবে ২২ বলে ৪১ রানের সূচনা করেন বাংলাদেশের দুই ওপেনার সাইফ হাসান ও পারভেজ হোসেন ইমন। প্রথম ব্যাটার হিসেবে সাজঘরে ফিরেন ২টি করে চার-ছক্কায় ১০ বলে ২৪ রান করা ইমন। এরপর দলের রান যখন ৫৯, তখন পায়ের ইনজুরিতে আহত অবসর নেন সাইফ। ৩ ছক্কায় ২০ বলে ২৯ রান করেন সাইফ। দুই ওপেনারের দেখানো পথে হাঁটতে পারেননি বাংলাদেশের মিডল অর্ডার ব্যাটররা। ফলে ১ উইকেটে ৭০ থেকে ১১৭ রানে সপ্তম ব্যাটারকে হারিয়ে লড়াই থেকে ছিটকে পড়ে বাংলাদেশ। শেষ দিকে আবু হায়দারের ২৫ বলে ১টি চার ও ৩টি ছক্কায় অপরাজিত ৩৮ রানেও হার এড়াতে পারেনি বাংলাদেশ। ২০ ওভারে ৭ উইকেটে ১৪২ রান করতে পারে বাংলাদেশ। দুশান হেমান্থা ৩ উইকেট নেন। ৩ ম্যাচে ১ জয় ও ২ হারে ২ পয়েন্ট নিয়ে গ্রম্নপ পর্বে টেবিলের তৃতীয় স্থানে থেকে আসর শেষ করলো বাংলাদেশ।