শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১

টানা দুই হারে বিদায় বাংলাদেশের

ক্রীড়া প্রতিবেদক
  ২৪ অক্টোবর ২০২৪, ০০:০০
টানা দুই হারে বিদায় বাংলাদেশের

জয় দিয়ে শুরু করলেও, আফগানিস্তানের পর শ্রীলংকার কাছে হেরে ইমার্জিং এশিয়া কাপ টি২০ টুর্নামেন্টের গ্রম্নপ পর্ব থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ 'এ'। মঙ্গলবার রাতে 'এ' গ্রম্নপে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে শ্রীলংকা 'এ' দলের কাছে ১৯ রানে হেরেছে বাংলাদেশ। হংকংকে ৫ উইকেটে হারিয়ে আসর শুরু করেছিল আকবর-হৃদয়দের নিয়ে গড়া দলটি। এরপর আফগানিস্তান 'এ' দলের কাছে ৪ উইকেটে হারে বাংলাদেশ।

ওমানের আল আমিরাত ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ৫ ওভারে উদ্বোধনী জুটিতে ৪০ রান তুলে শ্রীলংকা। ওপেনারদের ভালো শুরুর পর রানের চাকা সচল রাখেন মিডল অর্ডার ব্যাটাররা। এতে ২০ ওভারে ৭ উইকেটে ১৬১ রানের সংগ্রহ পায় শ্রীলংকা।

মিডল অর্ডারে দলের পক্ষে ২৬ বলে সর্বোচ্চ ৪২ রান করেন পাভান রত্নানায়েকে। এছাড়া দুই ওপেনার লাহিরু উদারা ২১ বলে ৩৫ ও যশোদা লঙ্কা ২৩ এবং সাহান আরাচ্চিগে ৩০ রান করেন। বাংলাদেশের হয়ে ২টি করে উইকেট নেন রিপন মন্ডল ও রেজাউর রহমান রাজা।

জবাবে ২২ বলে ৪১ রানের সূচনা করেন বাংলাদেশের দুই ওপেনার সাইফ হাসান ও পারভেজ হোসেন ইমন। প্রথম ব্যাটার হিসেবে সাজঘরে ফিরেন ২টি করে চার-ছক্কায় ১০ বলে ২৪ রান করা ইমন। এরপর দলের রান যখন ৫৯, তখন পায়ের ইনজুরিতে আহত অবসর নেন

সাইফ। ৩ ছক্কায় ২০ বলে ২৯

রান করেন সাইফ।

দুই ওপেনারের দেখানো পথে হাঁটতে পারেননি বাংলাদেশের মিডল অর্ডার ব্যাটররা। ফলে ১ উইকেটে ৭০ থেকে ১১৭ রানে সপ্তম ব্যাটারকে হারিয়ে লড়াই থেকে ছিটকে পড়ে বাংলাদেশ।

শেষ দিকে আবু হায়দারের ২৫ বলে ১টি চার ও ৩টি ছক্কায় অপরাজিত ৩৮ রানেও হার এড়াতে পারেনি বাংলাদেশ। ২০ ওভারে ৭ উইকেটে ১৪২ রান করতে পারে বাংলাদেশ। দুশান হেমান্থা ৩ উইকেট নেন।

৩ ম্যাচে ১ জয় ও ২ হারে ২ পয়েন্ট নিয়ে গ্রম্নপ পর্বে টেবিলের তৃতীয় স্থানে থেকে আসর শেষ করলো বাংলাদেশ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে