বেসবল ইউনাইটেড আরব ক্লাসিকে অংশগ্রহণ করবে বাংলাদেশ দল
প্রকাশ | ২৪ অক্টোবর ২০২৪, ০০:০০
ক্রীড়া প্রতিবেদক
সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে আগামী ৬-১১ নভেম্বর ২০২৪ তারিখে অনুষ্ঠিত হবে বেসবল ইউনাইটেড আরব ক্লাসিক বেসবল চ্যাম্পিয়নশিপ। এই আন্তর্জাতিক বেসবল প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে ৯টি দেশ। স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলংকা, নেপাল, আফগানিস্তান ও ফিলিস্তিন। এই প্রতিযোগিতায় বাংলাদেশের ১৮ সদস্যের জাতীয় বেসবল দল অংশগ্রহণ করবে। দুই গ্রম্নপে ভাগ হয়ে ৯টি দল লিগ ভিত্তিতে অংশগ্রহণ করবে। বাংলাদেশ খেলবে পাঁচ দলের 'এ' গ্রম্নপে। গ্রম্নপ পর্বে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান (৭ নভেম্বর), আফগানিস্তান (৮ নভেম্বর), সংযুক্ত আরব আমিরাত ও ভারত (৯ নভেম্বর)। প্রতিযোগিতায় অংশগ্রহণ শেষে বাংলাদেশ বেসবল দল ১২ নভেম্বর দেশে ফিরবে।
বাংলাদেশ জাতীয় বেসবল দল : খেলোয়াড়- মো. আব্দুস ছালাম চৌধুরী, তন্ময় দাস, আজগর হোসেন, মো. মোসাব্বেরুল, মো. শহীদ আহমেদ, মো. ইমরান খান, মো. মোমিনুল ইসলাম, মো. জনি হক, মো. রেদোয়ান হোসেন মিদুল, মো. রিপন, মো. গোলাম মাওলা, মো. এহসানুল হক ফাইজান। স্ট্যান্ডবাই : আজিজুল হক হাকিম, আল আমিন হোসেন রিপন। দলনেতা : রওনক আলম, টিম ম্যানেজার : আমিনুল ইসলাম লিটন, প্রধান কোচ : হিরোকি ওয়াতানাবে, কোচ : আজম আলী খান, রফিক মিয়া চৌধুরী।