শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১

বাংলাদেশ সিরিজে আফগানিস্তান দল

ক্রীড়া ডেস্ক
  ২৪ অক্টোবর ২০২৪, ০০:০০
বাংলাদেশ সিরিজে আফগানিস্তান দল

তিন নতুন মুখ নিয়ে আগামী মাসে শারজাহ'তে বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের জন্য ১৯ সদস্যের দল ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। ওয়ানডে দলে প্রথমবারের মতো সুযোগ পেয়েছেন দুই টপ-অর্ডার ব্যাটার ওপেনার সেদিকুলস্নাহ আতাল, দারওয়াশ রাসুলি এবং পেসার বিলাল সামি। দেশের হয়ে টি২০ খেলার অভিজ্ঞতা আছে আতাল ও রাসুলির। তবে এখনো আন্তর্জাতিক অঙ্গনে খেলা হয়নি সামির।

শারজাহতে বাংলাদেশের বিপক্ষে ৬, ৯ এবং ১১ নভেম্বর তিনটি ওয়ানডে ম্যাচ খেলবে আফগানিস্তান।

আফগানিস্তানের হয়ে ৬টি টি২০তে ৭২ রান করেছেন আতাল। ওমানে চলমান ইমার্জিং এশিয়া কাপ টি২০ ক্রিকেটে ব্যাট হাতে দারুণ ছন্দে থাকায় ওয়ানডে দলে ডাক পেয়েছেন ২৩ বছর বয়সি এই বাঁ-হাতি ব্যাটার। গ্রম্নপ পর্বে তিন ম্যাচেই হাফ-সেঞ্চুরির ইনিংস খেলেছেন আতাল। শ্রীলংকার বিপক্ষে ৮৩, বাংলাদেশের বিপক্ষে অপরাজিত ৯৫ ও হংকংয়ের সঙ্গে ৫২ রানের ইনিংস খেলেছেন তিনি। আফগানিস্তানের জার্সিতে ৭টি টি২০তে ৫১ রান আছে ডানহাতি ব্যাটার রাসুলির।

আসন্ন সিরিজটি আগামী বছরের ফেব্রম্নয়ারি-মার্চে পাকিস্তানের মাটিতে অনুষ্ঠিতব্য আট জাতির চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য প্রস্তুতির সেরা মঞ্চ আফগানিস্তানের।

আফগানিস্তান দল: হাশমতুলস্নাহ শাহিদি (অধিনায়ক), রহমত শাহ, রহমানউলস্নাহ গুরবাজ, ইকরাম আলিখিল, আবদুল মালিক, রিয়াজ হাসান, সেদিকুলস্নাহ আতাল, দরবেশ রাসুলি, আজমতুলস্নাহ ওমরজাই, মোহাম্মদ নবি, গুলবাদিন নাইব, রশিদ খান, নাঙ্গিয়াল খারোতি, এএম গাজানফর, নূর আহমেদ, ফজলহক ফারুকি, বিলাল সামি, নাভিদ জাদরান, ফরিদ আহমদ মালিক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে