অলিম্পিকে ক্রিকেট ইভেন্টের ভেনু্য নিয়ে দোটানা

প্রকাশ | ২৩ অক্টোবর ২০২৪, ০০:০০

ক্রীড়া ডেস্ক
বিশ্বের সর্ববৃহৎ ক্রীড়া আসর অলিম্পিকে ১২৮ বছর ধরে ছিল না ক্রিকেট ইভেন্ট। 'দ্য বিগেস্ট শো অন আর্থ'র ২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে আবারও খেলাটি দেখা যাবে। অলিম্পিকের আয়োজকরা ক্রিকেট ইভেন্টের জন্য একটি উপযুক্ত ভেনু্য খুঁজছেন। তাদের অনুসন্ধান অনুযায়ী সেটি যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলের ক্যালিফোর্নিয়ায় হতে পারে। নিউইয়র্কও হতে পারে ভেনু্য। উপমহাদেশের দর্শকদের, বিশেষ করে ভারতের দর্শকরা যাতে সারাদিনের কাজ শেষে রাতে অবসর সময়ে টিভিতে খেলা দেখতে পারেন, তা নিশ্চিত করার পরিকল্পনা রয়েছে। লস অ্যাঞ্জেলেস এবং ভারতের মধ্যে সময়ের পার্থক্য ১২ ঘণ্টা ৩০ মিনিট। সেখানে রাত ৮টার দিকে খেলা আরম্ভ হলে ভারতে থাকবে তখন ভোরবেলা। অন্যদিকে নিউইয়র্ক এবং ভারতের মধ্যে সময়ের পার্থক্য সাড়ে ৯ ঘণ্টা। এটি ভারত তথা উপমহাদেশের সময়সূচির জন্য ম্যাচের উপযুক্ত বিকল্প হিসেবে বিবেচিত হচ্ছে। সময় ও অঞ্চল বিবেচনা ছাড়াও উপযুক্ত স্থান খুঁজে বের করা আয়োজকদের জন্য আরেকটি চ্যালেঞ্জ। যুক্তরাষ্ট্রে খুব কম ক্রিকেট মাঠ রয়েছে। নিউইয়র্কে সম্প্রতি টি২০ বিশ্বকাপের ম্যাচগুলো অস্থায়ী স্টেডিয়ামে হয়েছিল, যা পরে ভেঙে ফেলা হয়। ডালাস, টেক্সাস, ফোর্ট লডারডেল, ফ্লোরিডাতেও বিশ্বকাপের ম্যাচগুলো আয়োজন করেছিল। মেজর লিগ ক্রিকেট (এমএলসি) গেমস বর্তমানে ডালাস এবং নর্থ ক্যারোলিনায় চলছে। এ পর্যন্ত অলিম্পিক আয়োজকরা ক্রিকেটের জন্য ভেনু্য সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করেনি। ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজকে আয়োজক কমিটির প্রধান ক্যাসি ওয়াসারম্যান বলেছেন, 'আমরা এখনো সুনির্দিষ্টভাবে কাজ করছি।' আয়োজক শহর ব্যতীত অন্য কোনো জায়গায় গেমসের একটি ইভেন্ট আগেও হয়েছে। চলতি বছর প্যারিস অলিম্পিকে ফ্রান্সের বিভিন্ন স্থানে ফুটবল ম্যাচগুলো হয়েছিল। লস অ্যাঞ্জেলেস ১৯৮৪ সালে অলিম্পিক আয়োজনের সময় ফুটবল ম্যাচগুলো বিভিন্ন রাজ্যে ছড়িয়ে দিয়েছিল।