শনিবার, ০২ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১

তিন দিনে কয়টি টেস্ট হেরেছে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক
  ২৩ অক্টোবর ২০২৪, ০০:০০
তিন দিনে কয়টি টেস্ট হেরেছে বাংলাদেশ

মিরপুর টেস্টে প্রথম ইনিংসে বাংলাদেশ ১০৬ রানে গুটিয়ে গেলেও দক্ষিণ আফ্রিকা তিনশ (৩০৮) পেরিয়ে থেমেছে। তাতে আরেকটি হারের শঙ্কা জেগেছে। ভারতে ধবলধোলাই হয়ে ফেরা নাজমুল হোসেন শান্তর দল পারবে কী ইনিংস হার এড়াতে? শেরেবাংলা স্টেডিয়ামের উইকেট বোলারদের পক্ষে। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের ব্যাটাররা ঘুরে দাঁড়াতে না পারলে তিন দিনেই ম্যাচের ফল চলে আসতে পারে।

পাঁচ দিনের ম্যাচে তিন দিনে হারের দিক থেকে বাংলাদেশই শীর্ষে। ভারতে সবশেষ টেস্টে বৃষ্টিতে সময় নষ্টের পর তিন দিনেই বাংলাদেশকে হারায় স্বাগতিক দল।

আরও দুবার তিন দিনের মধ্যে হার দেখে বাংলাদেশ। ২০০১ সালে হ্যামিল্টনে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথমবার তিন দিনে টেস্ট হারে বাংলাদেশ। কিউইদের সঙ্গেই ২০১৯ সালে ওয়েলিংটনে দ্বিতীয়বার এভাবে হারে বাংলাদেশ।

সবশেষ কানপুরে ভারতের বিপক্ষে সেই লজ্জা পায় শান্তবাহিনী। প্রোটিয়াদের বিপক্ষে তিন দিনে হার এড়ানোর চ্যালেঞ্জ। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশকে করতে হবে অন্তত ২০২ রান।

বিপরীতে তিন দিনে বাংলাদেশের টেস্ট জয়ের রেকর্ডও আছে। ২০১৬ সালের অক্টোবরে মিরপুরেই ইংল্যান্ডকে তিন দিনে হারিয়েছিল টিম টাইগার্স।

মুশফিকুর রহিমের দল ইংলিশদের প্রথমবারের মতো হারায় ১০৮ রানে। দুই ইনিংসে ১২ উইকেট নিয়ে ম্যাচসেরা হন মেহেদী হাসান মিরাজ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে