নেপালের কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে রোববার নারী সাফ চ্যাম্পিয়নশিপে 'এ' গ্রম্নপের ম্যাচে পাকিস্তানের সঙ্গে ১-১ গোলে ড্র করে বাংলাদেশ। শুরুর দিকে হেড করতে গিয়ে পাকিস্তানের অধিনায়ক মারিয়া জামিলা খানের সঙ্গে সংঘর্ষ হয় শামসুন্নাহার জুনিয়রের। চিকিৎসা নেওয়ার পর খেলা চালিয়ে যান দুইজনেই। পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের স্বস্তির ড্র এনে দেওয়া গোল করা শামসুন্নাহার জুনিয়রকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চায়নি দল। ম্যাচ শেষে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। চোট গুরুতর নয় বলে জানিয়েছেন চিকিৎসকরা। ম্যাচের অষ্টম মিনিটে জামিলার সঙ্গে হেড করতে গিয়ে চোট পান শামসুন্নাহার জুনিয়র। এই ফরোয়ার্ড সুস্থ আছেন বলে জানিয়েছেন সাফ দলের মিডিয়া ম্যানেজার খালিদ মাহমুদ নওমি, 'শামসুন্নাহারের ক্ষত অতটা গভীর হয়নি, কোনো সেলাই লাগেনি, এমনকি ডাক্তার ওকে কোনো এন্টিবায়েটিকও দেয়নি, ক্ষত স্থানে একটা ব্যান্ডেজ করে দিয়েছে। যার সঙ্গে ওর সংঘর্ষ হয়েছিল, সেই পাকিস্তান অধিনায়কের তিনটি সেলাই লেগেছে! আমরা স্টার হাসপাতালে ছিলাম, একই হাসপাতালে পাকিস্তানের অধিনায়কও চিকিৎসা নিয়েছে।' ৩ পয়েন্ট নিয়ে 'এ' গ্রম্নপের টেবিলে শীর্ষে রয়েছে ভারত। বাংলাদেশ ও পাকিস্তানের পয়েন্ট ১ করে। আগামীকাল ভারতের বিপক্ষে গ্রম্নপ পর্বের নিজেদের শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ। সেই ম?্যাচে শামসুন্নাহার জুনিয়রকে পাওয়া নিয়ে আপাতত কোনো শঙ্কা নেই। মাথায় ব্যান্ডেজ নিয়ে ম্যাচজুড়ে পাকিস্তানের রক্ষণে ভীতি ছড়ান শামসুন্নাহার জুনিয়র। শুরুতে ওই লক্ষ্যভ্রষ্ট হেডের পর ২৬তম মিনিটে তার শট জমে যায় নিশার গস্নাভসে। একই পরিণতি হয় ৮২তম মিনিটে নেওয়া শটের। অবশেষে দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ের প্রথম মিনিটে জালের দেখা পান শামসুন্নাহার জুনিয়র।