চেলসিকে হারিয়ে আবারও শীর্ষে ফিরল লিভারপুল

প্রকাশ | ২২ অক্টোবর ২০২৪, ০০:০০

ক্রীড়া ডেস্ক
অ্যানফিল্ডে প্রিমিয়ার লিগের ম্যাচে চেলসির বিপক্ষে গোল করার পর লিভারপুলের খেলোয়াড়দের উচ্ছ্বাস -ওয়েবসাইট
প্রিমিয়ার লিগের হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হয়েছিল লিভারপুল ও চেলসি। অ্যানফিল্ডে চেলসিকে ২-১ গোলে হারিয়েছে অলরেডরা। এই জয়ে আবারও টেবিলের শীর্ষে উঠল স্স্নটের দল। ঘরের মাঠে প্রথমার্ধে সালাহর গোলে এগিয়ে যায় লিভারপুল। তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই জ্যাকসনের গোলে সমতায় ফেরে সফরকারীরা। কিন্তু কার্টিস জোন্স গোল করে লিভারপুলকে জয় এনে দেয়। প্রিমিয়ার লিগের হাইভোল্টেজ ম্যাচ হলেও, দুই দলের কেউ বেশি সুযোগ তৈরি করতে পারেনি। ম্যাচের ২৯ মিনিটে পেনাল্টি পায় লিভারপুল। স্পটকিক থেকে গোল করে লিভারপুলকে এগিয়ে দেন মোহাম্মদ সালাহ। নিজের সাবেক ক্লাবের বিপক্ষে এ নিয়ে ৫ গোল করলেন তিনি। এই এক গোলে লিড নিয়ে বিরতিতে যায় স্বাগতিকরা। দ্বিতীয়ার্ধের শুরুতেই সমতায় ফেরে চেলসি। ৪৮তম মিনিটে কাইসেদোর থ্রু পাস ধরে বক্সে ঢুকে নিচু শটে গোলরক্ষককে পরাস্ত করেন চেলসির স্ট্রাইকার জ্যাকসন। তাদের সমতায় ফেরার স্বস্তি অবশ্য তিন মিনিটের বেশি স্থায়ী হয়নি। সালাহর ক্রস বক্সে প্রথম ছোঁয়ায় নিয়ন্ত্রণে নিয়ে, দ্বিতীয় ছোঁয়ায় কোনাকুনি শটে লিভারপুলকে ফের এগিয়ে নেন জোন্স। বাকিটা সময় ব্যবধান ধরে রেখে লিগে টানা চতুর্থ জয় নিয়ে মাঠ ছাড়ে লিভারপুল। আট ম্যাচে সাত জয়ে ২১ পয়েন্ট নিয়ে শীর্ষে অলরেডরা। সমান ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে ছয়ে চেলসি।