গত রোববার শেরেবাংলার সামনে বেধেছিল তুলকালাম। প্রথমে সাকিব আল হাসানের ভক্তদের মিছিল। এরপর অন্য পক্ষের ধাওয়া-পাল্টাধাওয়া। এমন পরিস্থিতির পর ম্যাচের আগে কিছুটা হলেও আতঙ্ক সৃষ্টি হয় মিরপুরে। তবে সব আতঙ্কের শঙ্কা ছাপিয়ে মাঠে গড়িয়েছে ঢাকা টেস্ট। কঠোর নিরাপত্তার মাঝে শুরু হয়েছে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার লড়াই।
গতকাল সোমবার থেকে শুরু হয়েছে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। এই টেস্টের আগে থেকেই আলোচনায় ছিল নিরাপত্তা। সেই ইসু্যর মধ্যে উত্তাপ ছড়ায় সাকিব আল হাসানের না খেলার বিষয়। ম্যাচটির মাধ্যমে টেস্টকে বিদায় বলতে চেয়েছিলেন সাকিব। নিরাপত্তা ইসু্যতে সেটি সম্ভব না হওয়াতেই বাধে বিপত্তি। শেষ পর্যন্ত সাকিবকে ছাড়াই শুরু হয় দুই দলের লড়াই। ম্যাচের দিন মিরপুরে সরেজমিন গিয়ে দেখা যায়, এই ম্যাচকে ঘিরে নিরাপত্তার চাদরে পুরো স্টেডিয়াম এলাকা ঘিরে রেখেছে নিরাপত্তাবাহিনী। পুলিশ, র?্যাবের পাশাপাশি স্টেডিয়ামে প্রচুর সেনা মোতায়েন করা হয়। স্টেডিয়ামের বাইরে ও ভেতরে টহল দিচ্ছেন সেনাবাহিনীরা।
ম্যাচের আগের দিন থেকেই মিরপুর ২ নম্বর মোড় থেকেই অপরপ্রান্তে প্রশিকা মোড় এবং আরেকদিকে ন্যাশনাল বাংলা বিদ্যালয়ের সামনে পর্যন্ত ব্যারিকেড দিয়ে চলাচল রাস্তা আটকে দেয় নিরাপত্তাবাহিনী। ব্যারিকেডের সামনে দাঁড়িয়ে সেনাবাহিনী ও পুলিশরা। প্রতিটি গেটের সামনেও নিরাপত্তা বাহিনীরা দাঁড়িয়ে আছেন। স্টেডিয়ামে এক, দুই ও তিন নম্বর গেটের আশেপাশে দোকানগুলোও খুলতে দেওয়া হয়নি। স্টেডিয়ামের এই তিন গেটের সামনে শুধু এটিএম বুথ ছাড়া সব দোকানের সাঁটার নামানো।
রাস্তাঘাটজুড়েও নেই কোনো মানুষ। মাঝে মাঝে দুই-তিনজন ঢুকছেন খেলা দেখতে। তাদেরকেও কড়া তলস্নাশি করে ঢুকতে দেওয়া হচ্ছে। এছাড়া স্টেডিয়াম এলাকাজুড়ে নিস্তব্ধটা। নিরাপত্তা কর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, গতকাল দিনের দ্বিতীয় সেশন পর্যন্ত সাকিবিয়ানদের কোনো মিছিল করতে দেখা যায়নি। বলার মতো শুধু সকালের দিকে আওয়াজ তুলেছেন কিছু ছাত্র-ছাত্রী। স্টেডিয়ামের ৫ নম্বর গেটের সামনে বিনা টিকিটে খেলা দেখতে এসে ঢুকতে না পারায় হট্টগোল বাধায় তারা। বিসিবি ভুয়া, ভুয়া বলে সেস্নাগান তোলে তারা। কারণ, আগে প্রায় টেস্টে ছাত্র-ছাত্রীদের বিনা টিকিটে খেলা দেখতে দেওয়া হতো। এবার আর সেই সুযোগ নেই বলে অভিযোগ তোলে ছাত্র-ছাত্রীরা। পরে সেনাবাহিনী গিয়ে তাদের থামায়। এছাড়া স্টেডিয়াম এলাকাজুড়ে আর কোনো ঝামেলার চিত্র দেখা যায়নি। ঠিকঠাকভাবেই চলেছে এই টেস্টের প্রথম দিনের খেলা।