মেসির হ্যাটট্রিকে মায়ামির ইতিহাস

প্রকাশ | ২১ অক্টোবর ২০২৪, ০০:০০

ক্রীড়া ডেস্ক
বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে বলিভিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করেছিলেন লিওনেল মেসি। আর্জেন্টাইন অধিনায়ক ঠিক চার দিনের মাথায় দ্বিতীয় হ্যাটট্রিক করলেন, এবার তার সুফল পেল ইন্টার মায়ামি। মেজর লিগ সকারে (এমএলএস) ইতিহাস গড়ার দিনে মেসি-লুইস সুয়ারেজরা প্রতিপক্ষ নিউ ইংল্যান্ড রেভোলু্যশনকে ৬-২ গোলে উড়িয়ে দিয়েছে। চোট কাটিয়ে ফিরে দারুণ সময় পার করছেন লিওনেল মেসি। জাতীয় দলের হয়ে হ্যাটট্রিকের দেখা পাওয়ার রেশ কাটতে না কাটতেই এবার হ্যাটট্রিক পেয়ে গেছেন ইন্টার মায়ামির জার্সিতে। এই জয়ে এক মৌসুমে সর্বোচ্চ পয়েন্ট অর্জনের রেকর্ডও গড়েছে ক্লাবটি। ৩৪ ম্যাচ শেষে ২২ জয় ও ৮ ড্রয়ে তাদের পয়েন্ট ৭৪। হারের তিক্ত স্বাদ পেয়েছে ৪ বার। এই ম্যাচের প্রতিপক্ষ নিউ ইংল্যান্ড রেভোলু্যশন ২০২১ সালে সর্বোচ্চ ৭৩ পয়েন্টের রেকর্ড গড়েছিল। যা তাদের হারিয়েই টপকে গেছে মেসির দল। তবে ম্যাচের শুরু থেকেই প্রতিপক্ষ নিউ ইংল্যান্ড নিজেদের রেকর্ড অক্ষত রাখার সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়েছিল। সেটির প্রমাণ পাওয়া যায় শুরুতেই ২-০ গোলের লিড নিয়ে। মায়ামির মাঠেই দ্বিতীয় মিনিটে লুকা এবং ৩৪ মিনিটে গোল করেন দিলান।