হাথুরুসিংহের অসদাচরণের বিষয়ে জানেন না অধিনায়ক!
প্রকাশ | ২১ অক্টোবর ২০২৪, ০০:০০
ক্রীড়া প্রতিবেদক
ক্রিকেটারের সঙ্গে অসদাচরণ ও চাকরির নিয়ম ভাঙার অভিযোগ এনে সদ্য সাবেক হওয়া প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহেকে সাসপেন্ড করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ৪৮ ঘণ্টা শাস্তির পর করা হয় বরখাস্ত। এমন ঘটনার পর গত কদিন ধরেই আলোচনায় হাথুরুসিংহের ইসু্য। লঙ্কান কোচ নিজেও বিবৃতি দিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন। এবার তার বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ নিয়ে মুখ খুললেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
দক্ষিণ আফ্রিকা সিরিজের আগের দিনও ঘুরে-ফিরে এল সেই প্রসঙ্গ। দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্তর কাছে জানতে চাওয়া হয়, ওয়ানডে বিশ্বকাপে সত্যিই এমন ঘটনা হাথুরুসিংহে ঘটিয়েছিলেন কি না। তবে এর উত্তরে অবাক করেছেন অধিনায়ক। তিনি জানালেন, ক্রিকেটারকে বিশ্বকাপে লাঞ্ছিত করার ঘটনা জানেনই তিনি।
ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে শান্ত এক কথায় উত্তর দিয়ে বলেছেন, 'আমি আসলে এ ব্যাপারে কিছু জানিই না। সত্যি বলছি।'
এদিকে চন্ডিকা হাথুরুসিংহের বিদায়ের সঙ্গে সঙ্গেই নতুন কোচ নিয়োগ দিয়েছে বিসিবি। দক্ষিণ আফ্রিকার সিরিজের আগে ফিল সিমন্সকে নিয়োগ দিয়েছে ক্রিকেট বোর্ড। বাংলাদেশ দলের সঙ্গে তার প্রথম অ্যাসাইনমেন্ট দক্ষিণ আফ্রিকা সিরিজ। নতুন কোচের সম্পর্কে অধিনায়ক বলেছেন, 'এই কোচ যেহেতু নতুন এসেছেন। তিনি খুব বেশি পরিকল্পনা দেননি। তিনি সবকিছু বোঝার চেষ্টা করছেন। ক্রিকেটাররা নিজেরা নিজেদের দায়িত্বটাও বোঝেন। আমিও আমার পরিকল্পনাগুলো শেয়ার করেছি। কোচের ভালো লেগেছে। আশা করি ভালো কিছু হবে। তাছাড়া যেদিন উনি এসেছেন সেদিন এসেই দলের সঙ্গে যোগ দিয়েছেন। সব ক্রিকেটারের সঙ্গে দেখা করেছেন। এখন পর্যন্ত ভালো লেগেছে। তবে একেবারে তো বোঝা যায় না। খেলা শুরু হবে। তখন আস্তে আস্তে বোঝা যাবে। ক্রিকেটাররাও বুঝবেন উনাকে আশা করি।'
মূলত, সিনিয়র ক্রিকেটারদের সঙ্গে দূরত্ব তৈরি এবং অনেক ক্রিকেটারের সঙ্গে খারাপ আচরণ করার অভিযোগ আছে হাথুরুর বিরুদ্ধে। তবে এতকিছুর পরও দলের কয়েকটি সাফল্যের কারণে হাথুরুর দোষ চাপা পড়ে গিয়েছিল। বিশেষ করে ২০২৩ সালে ভারতে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপে হাথুরুর বিরুদ্ধে নাসুমকে চড় মারার অভিযোগ ওঠে। পরে এটাকে অস্বীকার করেন তখনকার বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন এবং হাথুরু স্বয়ং। একটি তদন্ত কমিটি গঠিত হলেও কোনো ফলাফল আসেনি।
এবার সেই ঘটনা পুনঃতদন্ত করে সত্যতা খুঁজে পান বিসিবি সভাপতি ফারুক আহমেদ। এ বিষয়ে তিনি বলেন, 'একজন জাতীয় দলের খেলোয়াড়কে আপনি কখনোই শারীরিকভাবে আঘাত করতে পারেন না। এটার শাস্তি সেটাই, যেটা এখন হচ্ছে।'
হাথুরুসিংহে ব্যাখ্যায় বলেছেন, 'অভিযুক্ত ঘটনাটি খেলোয়াড়দের ডাগআউট বা ড্রেসিংরুমে ঘটেছিল, যে জায়গায় বিশ্বকাপের ম্যাচ চলাকালে সার্বক্ষণিক নজরদারি থাকে। ৪০ থেকে ৫০টিরও বেশি ক্যামেরা খেলার প্রতিটি মুহূর্ত সঙ্গে সঙ্গে ধারণ করে। আমি অভিযোগকারীকে যাচাই করার সুযোগ পাইনি বা কোনো সাক্ষীও পাইনি, আদৌ যদি থেকে থাকে।'
'আরেকটি বিষয় হলো, ঘটনাটি যতটা গুরুতর হিসেবে দাবি করা হয়েছে, আশ্চর্যের ব্যাপার যে সংশ্লিষ্ট খেলোয়াড় ইভেন্টের পরে অবিলম্বে টিম ম্যানেজার বা কোনো কর্তৃপক্ষকে ঘটনাটি জানায়নি। যদি অভিযোগ করাও হয়, আমি বিস্মিত যে কেন আমাকে প্রশ্ন করা হয়নি কিংবা আমার কাছ থেকে কিছু জানতে চায়নি। প্রশ্ন উঠছে, কেন এটি কয়েক মাস পর ইউটিউবে একজন ব্যক্তির মাধ্যমে প্রকাশিত হলো'-আরও যোগ করেন শ্রীলংকান এই কোচ।