নিজের মাঠে প্রথম ইনিংসে ৪৬ রানে অলআউট হয়ে লজ্জার রেকর্ড গড়ে ভারত। তবে দ্বিতীয় ইনিংসে বেঙ্গালুরুতে অবিশ্বাস্য এক প্রত্যাবর্তন দেখালো রোহিত-কোহলিরা। প্রথম ইনিংসে ডাক মারা সরফরাজ খানের ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি সুবাদে ৩৫৬ রান টপকে লিড পেয়েছে ভারত দল। দ্বিতীয় ইনিংসে ঘুরে দাঁড়ায় ভারত। খুবই গুরুত্বপূর্ণ সময়ে এসে দারুণ এক সেঞ্চুরি করলেন সরফরাজ খান। ক্যারিয়ারে প্রথম সেঞ্চুরিকে তিনি টেনে নিয়েছেন ১৫০ রান পর্যন্ত। এছাড়া ঋষভ পান্তের ৯৯ এবং বিরাট কোহলির ৭০ রানের ওপর ভর করে দ্বিতীয় ইনিংসে ৪৬২ রানের বিশাল সংগ্রহ গড়ে তোলে ভারতীয়রা। তবে লাভ খুব বেশি হচ্ছে না তাদের। কারণ, প্রথম ইনিংসে পিছিয়ে পড়ে মাত্র ১০৬ রানের লিড নিতে পেরেছে তারা।
ফলে জয়ের জন্য দ্বিতীয় ইনিংসে ১০৭ রানের লক্ষ্য পেয়েছে কিউইরা। যদিও ব্যাট করতে নামার পর এক ওভারও শেষ করতে পারেনি তারা। মাত্র ৪ বল খেলে কোনো রান না করেই চতুর্থ দিন শেষ করে তারা। দিন বাকি আছে আর একটি। আজ বেঙ্গালুরু টেস্টের পঞ্চম দিনে কিউইদের জয়ের জন্য প্রয়োজন ১০৭ রান আর ভারতের দরকার ১০টি উইকেট। এই টেস্ট দিয়ে টেস্ট ক্রিকেটের ১৪৭ বছরের ইতিহাসে নতুন রেকর্ড গড়েছে ভারত। ক্রিকেট বিশ্বে প্রথম দেশ হিসেবে এক ক্যালেন্ডার ইয়ারে টেস্টেন ১০০ ছক্কা হাঁকিয়েছে রোহিতরা। প্রথম দল হিসেবে এক ক্যালেন্ডার ইয়ারে ১০০ ছক্কা পার করেছে তারা। প্রতিবেদন লেখা পর্যন্ত ২০২৪ সালে ভারতের ছক্কার সংখ্যা ১০৮টি। আর এই ম্যাচেই ছক্কার তালিকায় নাম উঠেছে ঋশভ পান্তের। ভারতের হয়ে ৬২ ম্যাচে
৬৪টি ছক্কা হাকিয়ে টেস্টে সবচেয়ে বেশি ছক্কার তালিকায় ৬ নম্বরে
\হউঠে এসেছেন তিনি। ৯০টি
ছক্কা নিয়ে তালিকার শীর্ষে
আছেন বীরেন্দর শেবাগ।
অন্যদিকে, বর্তমানে খেলছেন এমন ক্রিকেটারদের মাঝে সবচেয়ে বেশি ছক্কার রেকর্ড টিম সাউদির। তিনি ৯৩টি ছক্কা মেরে আছেন সবার ওপরে। বেঙ্গালুরুতেই নিজের ৬৫ রানের ইনিংস খেলতে গিয়ে
হাঁকিয়েছেন ৪টি ছক্কা।