প্রথম ম্যাচেই সেমিফাইনাল নিশ্চিতের লক্ষ্য সাবিনাদের

প্রকাশ | ২০ অক্টোবর ২০২৪, ০০:০০

ক্রীড়া প্রতিবেদক
নেপালের কাঠমান্ডুতে রোববার নারী সাফ চ্যাম্পিয়নশিপে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ -বাফুফে
নারী সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের শিরোপা ধরে রাখার মিশন শুরু হতে যাচ্ছে আজ। গ্রম্নপ পর্বে প্রথম ম্যাচে প্রতিপক্ষ পাকিস্তান। যে পাকিস্তানকে দু'বছর আগে ছয় গোলে উড়িয়ে দিয়েছিল বাংলাদেশ। তাদের বিপক্ষে আজকের ম্যাচটি হতে যাচ্ছে নেপালের কাঠমান্ডুর আনফা কমপেস্নক্সে বাংলাদেশ সময় সন্ধ্যা ৫.৪৫ মিনিটে। পাকিস্তানের বিপক্ষে ম্যাচ জিতে আজকেই সেমিফাইনাল নিশ্চিত করার লক্ষ্য বাংলাদেশের। এবারের সাফে ৭টি দল দুই গ্রম্নপে খেলছে। বাংলাদেশের 'এ'গ্রম্নপে ৩ দল। তাই 'বি'গ্রম্নপের তুলনায় এ গ্রম্নপের দলগুলোর জন্য তুলনামূলক সহজ সেমিফাইনাল নিশ্চিত করা। তেমনি এই গ্রম্নপে ঝড়ে পড়ার সঙ্কাটাও বেশি। কারণ এক ম্যাচ হেরে গেলেই সেমি নিশ্চিত করা অনেকটাই কঠিন হয়ে পড়ে। তেমনটাই ঘটেছে পাকিস্তানের ক্ষেত্রে। নিজেদের প্রথম ম্যাচে ভারতের কাছে ৫-২ গোলে হেরে অনেকটাই ব্যাকফুটে তারা। তবে আজ বাংলাদেশকে হারিয়ে দিতে পারলে তখন বাংলাদেশকে লড়াই করতে হবে সেমিফাইনালে নাম লেখাতে। বাংলাদেশের হাতে দুই ম্যাচ। পাকিস্তানের একটিই। তাই আজকের এই ম্যাচটি পাকিস্তানের জন্য ডু অর ডাই ম্যাচ। একই সঙ্গে দু'বছর আগে বাংলাদেশের কাছে বড় হারের প্রতিশোধ নেয়ারও সুযোগ পাকিস্তানের। স্বাভাবিকভাবেই নিজেদের প্রথম ম্যাচেই বড় চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে বাংলাদেশ দলকে। 'এ'গ্রম্নপে ৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ভারত। এক ম্যাচ খেলেও পয়েন্টশূন্য পাকিস্তান। বাংলাদেশ আজ প্রথম নামতে যাচ্ছে মাঠে। তাই ৩ দলেরই এখনো সুযোগ আছে সেমিফাইনালে যাবার। প্রথম ম্যাচ ভালো করতে পারলে বাংলাদেশের গ্রম্নপ চ্যাম্পিয়ন হবারও সুযোগ আছে। পাকিস্তানের বিপক্ষে মাঠে নামার আগের দিন প্রস্তুতি সম্পর্কে বাংলাদেশের অধিনায়ক সাবিনা খাতুন বলেন,'পাকিস্তান ও ভারতের গত ম্যাচ যদি দেখে থাকেন,দেখবেন পাকিস্তান টিম গতবার যেটা ছিল তার থেকে অনেক অনেক বেটার। ভারতের সঙ্গেও তারা চেষ্টা করেছে সমান তালে খেলার। আমার কাছে মনে হয়েছে পাকিস্তানের গতবারের টিমের সঙ্গে এবারের টিমের বিস্তর ফারাক রয়েছে। তাই ম্যাচটা সহজ হবে না। আমাদের জন্যও অনেক বড় চ্যালেঞ্জ। চেষ্টা থাকবে অবশ্যই, যেহেতু প্রথম ম্যাচটা জিতলেই সেমিফাইনাল নিশ্চিত হবে। তাই জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামবো।' দলের সব থেকে অভিজ্ঞ ফুটবলার আপনি। বেশ কিছু অভিজ্ঞ ফুটবলার এবারের দলে নেই। তার কোন প্রভাব এই ম্যাচে পড়বে কিনা? এমন প্রশ্নের উত্তরে সাবিনা বলেন,'প্রভাব আসলে পড়বে না। স্বপ্না এবং বিশেষত আখির অংশগ্রহণটা ছিল বাংলাদেশ দলের জন্য অপরিহার্য। যেহেতু তারা নাই,নতুন কিছু ফুটবলার আছে,এটা তাদের জন্য সুযোগ আখি এবং স্বপ্নার জায়গায় নিজেদের অবস্থান পাকা করার। আমার মনে হয় সব কিছু মিলিয়ে তাদেরকে আমরা মিস করবো। তবে আমার মনে হয় না তাদের না থাকার অভাবটা মাঠে বুঝা যাবে। শিরোপা ধরে রাখার বিষয়ে আপনি কতটা আত্মবিশ্বাসী? সাবিনার উত্তর,'এটা আসলে কিছুই বলা যাচ্ছে না। গতকাল ভুটান এবং নেপালের ম্যাচটি ড্র হয়েছে। এখানে সব কিছুই অপ্রত্যাশিত হচ্ছে। আমার মনে হয় এবার সাফে যারা অংশ নিচ্ছে সবাই শক্তিধর। তাই খুব সহজ ভাবে এবার ট্রফিটা কেউ নিতে পারবে না।' গ্রম্নপ সেরা হবার ক্ষেত্রে গোল ব্যবধান খুব গুরুত্বপূর্ন হয়ে যেতে পারে। পাকিস্তানের বিপক্ষে এ বিষয় নিয়ে আপনাদের ভাবনা কি? সাবিনা বলেন,'আমাদের প্রথম লক্ষ্য হচ্ছে গোল বের করা। নিজেদের জায়গাটা নিশ্চিত করা। ধাপে ধাপে অবশ্যই লক্ষ্য তো থাকবেই। সেইফ জোনে তো সবাই থাকতে চাইবে। সেদিক দিয়ে আমাদের ও পরিকল্পনা থাকবে যদি আমরা সুযোগ পাই সেগুলো যেনো মিস না হয়। দলের প্রতিটা ফুটবলারের জন্য আমাদের সেটাই বার্তা থাকবে।' গত আসরে বাংলাদেশের কাছে বড় ব্যবধানে হারলেও অতীত ভুলে এবার বাংলাদেশে বিপক্ষে ঘুরে দাড়াতে চায় পাকিস্তান। তাই বাংলাদেশের বিপক্ষে তাদের কঠিন লড়াইয়ের আভাসই মিলেছে। এ বিষয়ে কি ভাবছেন বাংলাদেশ অধিনায়ক? সাবিনা বলেন, 'আমিও চাই এবং বিশ্বাস করি তারা কঠিন লড়াই করবে। সেটাই উচিৎ আসলে। দিন শেষে প্রতিটি টিম বেটার হলে প্রতিদ্বন্দ্বিতা বাড়লে খেলোয়াড়দের উন্নতি হয়। এই জায়গাটায় আমার মনে হয়, তাদের সঙ্গে আমাদের একটা প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ ম্যাচ হবে।'