শনিবার, ০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১

অবশেষে ঘরের মাঠে টেস্টে জিতল পাকিস্তান

ক্রীড়া ডেস্ক
  ১৯ অক্টোবর ২০২৪, ০০:০০
অবশেষে ঘরের মাঠে টেস্টে জিতল পাকিস্তান

হারতে হারতে ক্লান্ত পাকিস্তান অবশেষে টেস্টে জয়ের দেখা পেল। শান মাসুদ অধিনায়কত্ব নেওয়ার পর প্রথমবার সাফল্যের দেখা পেলেন, যার নেপথ্য নায়ক সাজিদ খান ও নোমান আলী। এই দুই স্পিনারই ইংল্যান্ডের ২০ উইকেটের সবগুলো নিয়েছেন, যে কীর্তি একেবারে বিরল। ৫২ বছর পর টেস্টে প্রথমবার এই দুই বোলার মিলে প্রতিপক্ষের ২০ উইকেট নিয়েছেন। মুলতান টেস্টে এই দুই স্পিনারের ঘূর্ণিতে ইংল্যান্ডকে ১৫২ রানে তিন ম্যাচের সিরিজে সমতা ফেরাল পাকিস্তান। শান মাসুদ নেতৃত্বে আসার পর ছয় টেস্ট খেলে সবগুলো হেরেছিল পাকিস্তান। সপ্তম ম্যাচে এসে প্রথম জয়ের স্বাদ পেলেন তিনি। ২৯৭ রানের লক্ষ্য দিয়ে ইংল্যান্ডকে ১৪৪ রানে গুটিয়ে দিয়েছে স্বাগতিকরা। শুক্রবার চতুর্থ দিনের প্রথম সেশনে হয়ে গেছে মুলতান টেস্টের ফয়সালা। বাঁ-হাতি স্পিনার নোমানের ক্যারিয়ার সেরা বোলিংয়ে ইংলিশদের দ্বিতীয় ইনিংসে মাত্র ১৪৪ রানে গুটিয়ে দিয়েছে পাকিস্তান। একই ভেনু্যতে প্রথম টেস্টে ইনিংস ও ৪৭ রানে হারের ধাক্কা সামলে তারা জিতেছে ১৫২ রানের ব্যবধানে। রাওয়ালপিন্ডিতে সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ টেস্ট শুরু হবে আগামী ২৪ অক্টোবর। নোমান আলীর ডেলিভারি বস্নক করতে গেলেন শোয়েব বশির। তার ব্যাটে লেগে বল চলে গেল সিলি পয়েন্টে। ডানদিকে ঝাঁপিয়ে অসাধারণ ক্যাচ নিলেন আবদুলস্নাহ শফিক। উলস্নাসে মেতে উঠল গোটা পাকিস্তান শিবির। ইংল্যান্ডকে হারিয়ে তিন ম্যাচের টেস্ট সিরিজে সমতায় ফিরল তারা। শুধু তাই নয়, এই সংস্করণে নিজেদের মাটিতে সাড়ে তিন বছরের বেশি সময় ও সব মিলিয়ে ১১ টেস্ট পর জয়ের স্বাদ পেল দলটি। নোমান ৮ উইকেট নেন ৪৬ রান খরচায়। ঘরের মাঠে শেষবার পাকিস্তান টেস্ট জিতেছিল ২০২১ সালের ফেব্রম্নয়ারিতে। রাওয়ালপিন্ডিতে সেবার তাদের প্রতিপক্ষ ছিল দক্ষিণ আফ্রিকা। এরপর নিজেদের আঙিনায় টানা ১১ ম্যাচ জয়হীন ছিল তারা। চারটি ড্র করলেও হেরেছিল বাকি সাতটিতে। সেই ধারায় এবার

ছেদ পড়ল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে