দলবদলের বাজারে রেকর্ড গড়ে লামিনে ইয়ামালকে পেতে চেয়েছিল একটি ক্লাব। কিন্তু লোভনীয় সেই প্রস্তাব বার্সেলোনা ফিরিয়ে দিয়েছে বলে জানালেন হুয়ান লাপোর্তা। বার্সেলোনার সভাপতির দাবি, একজন ফুটবলারকে ছেড়ে দিয়েও তারা ক্লাবে আর্থিক সঙ্কট সমাধানের পথ খোঁজেননি।
আসছে গ্রীষ্ম মৌসুমে ইয়ামালের জন্য ২৭ কোটি ডলারের প্রস্তাব পেয়েছেন, বলছেন বার্সা সভাপতি, যা বাংলাদেশি মুদ্রায় ৩ হাজার ২৩৬ কোটি টাকা।
ইয়ামালকে পেতে আগ্রহী সেই ক্লাবের নাম জানাননি লাপোর্তা। তবে বিভিন্ন সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে আগেই, কিলিয়ান এমবাপ্পের জায়গা পূরণের জন্য ইয়ামালকে পেতে মরিয়া ছিল পিএসজি। অর্থের প্রয়োজনে বার্সেলোনা বেশ কজন ফুটবলারকে ছেড়ে দিয়েছে বা ছাড়তে বাধ্য হয়েছে, এমন অভিযোগের জবাবে ক্লাবের নিজস্ব টিভি চ্যানেলে এসব কথা বলেন লাপোর্তা। তার দাবি, ক্লাব ছেড়ে যাওয়া ফুটবলাররা সবাই ফুটবলীয় কারণেই চলে গেছেন।
বার্সা সভাপতি বলেন, 'অনেকেই মনে করেন, টাকা-পয়সার হিসাব ঠিক রাখতে আমরা অনেক ফুটবলারকে ছেড়ে দিয়েছি। আদতে তা সত্যি নয়। যে ফুটবলাররা চলে গেছে, তারা ফুটবলীয় কারণেই গেছে। (উসমান) দেম্বেলে, (মার্ক) গিউ-বার্সায় তারা সবকিছু যতটা ভালোভাবে করতে পেরেছে, অন্য কোনো ক্লাবে পারবে না। দলবদলের বাজারে আমরা কী করছি, তা ভালোভাবেই জানি। আমরা তাদেরকেই দলে চাই, যারা সেরা এবং এখানে থাকতে ইচ্ছুক। সেটিই আমরা দেখিয়েছি। একটি ক্লাব আমার কাছে এসেছিল ২৫ কোটি ইউরোতে (২৭ কোটি মার্কিন ডলার) লামিনেকে দলে নিতে, কিন্তু আমি 'না' বলে দিয়েছি।'
বার্সেলোনা ছেড়ে ইলকাই গুন্ডোগানের ম্যানচেস্টার সিটিতে নাম লেখানোর ক্ষেত্রেও লাপোর্তা একইরকম কথা বলেছিলেন গত মাসে। সাত বছর বয়সে ক্লাবের একাডেমিতে যোগ দেওয়া ইয়ামাল এখন বিশ্ব ফুটবলের সবচেয়ে উজ্জ্বল তরুণ প্রতিভাতের একজন। মাত্র ১৫ বছর বয়সে ক্লাবের জার্সিতে অভিষেক হয় তার। এখন ১৭ বছর বয়সেই ক্লাবের হয়ে ৬০টির বেশি ম্যাচ খেলে ফেলেছেন। গত ইউরোতে স্পেনের শিরোপা জয়েও বড় অবদান রেখেছেন। এই বয়সেই ক্লাব ও দেশের অপরিহার্য অংশ হয়ে উঠেছেন তিনি।
এখন অবশ্য চোটের কারণে মাঠের বাইরে আছেন ইয়ামাল। জাতীয় দলের হয়ে খেলতে গিয়ে হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েছেন তরুণ উইঙ্গার। স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তের মন্তব্যের জের ধরে ক্লাব ও দেশের সেই চিরন্তন টানাপোড়েনও তৈরি হয়েছে আবার। লাপোর্তা এখানে তির ছুড়লেন দে লা ফুয়েন্তের দিকেই। পেদ্রির উদাহরণ দিলেন তিনি। জাতীয় দলের হয়ে ইউরো ও অলিম্পিকে খেলতে গিয়ে চোটে পড়েছেন বার্সেলোনার এই তরুণ প্রতিভাবান ফুটবলার।